!
আপনি আপনার মোবাইলে কোন রিংটোন টি ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তর দেয়াটা সত্যিই ঝামেলার হয়ে যাবে। কারণ এটা নয় যে একেক জন একেক রিংটোন ব্যবহার করেন। কারণ এটা যে একজন মানুষই একেক সময় একেক রিংটোন ব্যবহার করেন। ক্ষণে ক্ষণে রিংটোন বদলান এরকম মানুষও কিন্তু খুঁজে পাওয়া খুব একটা দুষ্কর হবে না। এমনকি আমিও একটা সময় দিনে ৫-১০ বার রিংটোন পরিবর্তন করতাম।
এটা তখনকার কথা যখন নতুন মোবাইল কিনেছিলাম। ওহ থুক্কু, মোবাইলটা আমি নিজে কিনিনি, আমার চাচা আমাকে গিফট দিয়েছিলেন। মোবাইলটা উনি ইংল্যাণ্ড থেকে নিয়ে এসেছিলেন। এই হল সেই সেট:
এর আগে আমি ব্যবহার করতাম এটা:
সুতরাং এটাতে রিংটোন পরিবর্তন করার অপশন ছিল কিন্তু এমপিথ্রি রিংটোন ব্যবহার করার সুযোগ ছিলনা। সেসময় এমপিথ্রি রিংটোন সাপোর্ট করে এরকম একটা সেটের প্রতি যার-পর-নাই শখ ছিল।
তা আমার চাচার কাছ থেকে সেটা ২০০৬ এর দিকে পাওয়ার পর আমার আনন্দ আর দেখে কে? সেটটা যখন পেয়েছিলাম তার কিছুদিন আগে এই মুভিটি মুক্তি পেয়েছিল:
সেসময় এই গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং তরুন সমাজের মুখে মুখে চলে গিয়েছিল এটা। তা এই গানে যে বিখ্যাত শিসের আওয়াজটি ছিল সেটাই আমি চাচার দেয়া মোবাইলে প্রথম রিংটোন হিসেবে সেট করেছিলাম, আজও মনে আছে।
এরপর যেটা করতাম তা হল এমপিথ্রি রিংটোন ব্যবহারের স্বাধীনতাকে কাজে লাগাতাম। কোন গানের কোন অংশ পছন্দ হলে সেটা কেটে রিংটোন হিসেবে ব্যবহার করতাম।
এই অভ্যেসটা অনেকদিন ছিল।
আজও আছে। আর বন্ধুদের কাছ থেকে রিংটোন সংগ্রহের নেশাটা তো ছিলই। সেটা এতই চরম মাত্রায় ছিল যে একটা মেমোরি কার্ডও কিনে ফেলেছিলাম কেবল রিংটোন জোগাড়ের জন্য।
কিন্তু যেই কিনা মানুষ দিনে ৫-১০ বার রিংটোন পরিবর্তন করত, সেই আমিই একটা রিংটোন গত প্রায় দু'বছরের ওপরে ব্যবহার করছি। এটা হল "এয়ারটেল" রিংটোন।
এই রিংটোন সম্পর্কে এবং অধিকন্তু তার স্রষ্টা সম্পর্কে বলাটা বোধহয় নিষ্প্রয়োজন। উনাকে এশিয়ার মোজার্ট ও বলা হয়।
এই এয়ারটেল রিংটোন এর কতগুলো যে ভার্সন আছে তা আমার নিজেরও জানা নেই। আমি এই রিংটোনটার এতটাই ফ্যান ছিলাম (আজও আছি) যে রাতের বেলা হেডফোন কানে দিয়ে কেবল ওটা শুনেই ঘন্টাখানেক সময় কাটিয়ে দেয়ার রেকর্ড করেছি। আর বিভিন্ন ভার্সন সংগ্রহের জন্য প্রতিনিয়ত নেট সার্চ করেছি।
এই রিংটোনটা শুনলে মনের ওপর কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হয়। মনে হয় কেমন যেন একটা আবরণ, শান্তির চাদর ভেতরটাকে ঢেকে দেয়। এই সুরটার মধ্যে একটা অদ্ভূত কিছু আজও খুঁজে পাই আমি।
আমার সংগ্রহে বেশ কয়েকটি ভার্সন আছে এয়ারটেলের। সবার জন্য আজ প্রথম ১০ টা শেয়ার করলাম।
১। ক্লিক
২। ক্লিক
৩। ক্লিক
৪। ক্লিক
৫।
ক্লিক
৬। ক্লিক
৭। ক্লিক
৮। ক্লিক
৯। ক্লিক
১০।
ক্লিক
এয়ারটেলের আরও কিছু রিংটোন আমার সংগ্রহে আছে। সেগুলো অন্য একসময় শেয়ার করার ইচ্ছে রইল। অবশ্য নেটে সার্চ দিলে এরচেয়েও বেশি পাওয়া যাবে।
আরেকটা মজার বিষয়। দেখুন তো এটা সামুর ভুল নাকি অন্য কোন রহস্য আছে এইখানে:
যদি বড় করে দেখতে না পারেন তবে এখানে ক্লিক করে নামিয়ে নিন
হ্যাপি ব্লগিং সকলকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।