অচেনার মাঝেও নিজেকে চেনার নিঁখুত অভিনয় করি
গ্রাম আর শহরের পার্থক্য-
০১. শিশিরে ভেজা ঘাষের উপর হাঁটতে ইচ্ছা করছে। গ্রামে থাকলে ইচ্ছা মত হাটুন কোন সমস্যা নেই। কিন্তু শহরে হলে ঘাষের উপর হাটা দূরে থাকুক দাঁড়ানোর জন্য সামান্য মাটি পাবেন না।
০২. জোস্না রাতে গ্রাম সাজে অন্যরকম ভাবে। মনে হয় রাতের মাঝে এক আনন্দদায়ক রহস্যের হাতছানি।
অথচ শহরে আগ্রাসী সোডিয়াম বাতির কৃত্রিম আলোতে কখন যে জোস্না রাত পার হয় তা টেরই পাওয়া যায় না।
০৩.ঘন্টার পর ঘন্টা যানের মাঝে আটকে থাকা শহর বাসীর একটা অতিপ্রয়োজনীয় নিত্যকর্ম। গ্রামের মানুষরা এই থেকে সম্পূর্ণ মুক্ত।
০৪. শহরের মানুষরা নতুন দিনের কাগজের পত্রিকাটি ভোর হওয়ার আগেই পেয়ে যায়। গ্রামে তা পৌছতে কিছুটা বিলম্ব হয়।
০৫.পাশের বাড়িতে মারা গেছে এটা জেনেও শহরের অনেক জায়গায় কোন প্রতিক্রিয়া হয় না। আর গ্রামে কেউ মরলে ঐই গ্রামের সবাই তো জানেই অনেক দূরের গ্রাম থেকে লোক চলে আসে মৃত্যু সংবাদ পেয়ে।
০৬.গ্রাম শহরে পরিণত হচ্ছে। কিন্তু কোন শহর গ্রামে পরিণত হয়েছে এই খবর পাওয়া যায় নি।
এবং আরো অনেক পার্থক্য, আপনাদের নতুন কিছু পার্থক্য জানা থাকলে এই পার্থক্য অধ্যায় সমৃদ্ধ করবেন বলে আশা রাখছি।
এরকম হাজারো পার্থক্য আছে। গ্রামকে আমরা ভালোবাসি। তবে আমাদের আচরণে এই ভালোবাসা হয় প্রশ্নবিদ্ধ। দুইদিন বেড়ানোর জন্য গ্রামকে আমরা ভালো মনে করি। কিছুদিন থাকার কথা উঠলে আমরা কেন জানি গ্রামকে ঠিক সহ্য করতে পারি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।