সঙ্গে সাহিত্যের সুবাস ...
সাইফুল সামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস শিক্ষার্থী। সে প্রথম আলোতে প্রদায়ক হিসেবে কাজ করতো। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ২০০৮ সালে রিপোর্ট কাভার করতে গিয়ে তেজগাঁওয়ে ট্রেন দুর্ঘটনার শিকার হয়। তার দুটি পা-ই কাটা পড়ে। হুইল চেয়ারে আসীন সাইফুল আবার দুই পায়ে উঠে দাঁড়াক, আমরা আন্তরিকভাবে তাই চাই।
তার কৃত্রিম পা সংযোজনের চিকিৎসার ব্যয়ভারে অবদান রাখতে বিভাগের শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে টিএসসি অডিটোরিয়ামে এক চলচ্চিত্র-উৎসবের আয়োজন করেছে। উৎসব অর্জিত অর্থ সাইফুলের চিকিৎসায় ব্যয় হবে। তাই দর্শনীর বিনিময়ে দারুণ সব ছবি দেখতে চলে আসুন টিএসসিতে, শিডিউল দেখে, সুবিধেমতো। টিকেটের মূল্য ৫০ টাকা। সাইফুল সত্যিকারের মেধাবি একজন ছাত্র, অনার্সে সে প্রথম শ্রেণী পেয়েছে।
সাইফুল সামিনের উঠে দাঁড়ানোর প্রত্যয়ে আপনি সহযোগী হোন।
উৎসব শিডিউল
১৫ ফেব্রুয়ারি, সোমবার
সকাল ১০টা: উদ্বেধন+কুংফু পান্ডা
দুপুর ১টা: থ্রি ইডিয়টস
বিকেল ৪টা: প্রিয়তমেষু
সন্ধ্যা সাড়ে ৬টা: স্লামডগ মিলিয়নার
১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার
সকাল ১০টা: ব্ল্যাকআউট
দুপুর ১২টা: অ্যাভাটার
বিকেল ৩টা: থ্রি ইডিয়টস
সন্ধ্যা ৬টা: মনপুরা
১৭ ফেব্রুয়ারি, বুধবার
সকাল ১০টা: অন্তরমহল
দুপুর ১২টা: পা
বিকেল ৩টা: অ্যাভাটার
সন্ধ্যা ৬টা: থ্রি ইডিয়টস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।