ভাল তোমায় বাসবো বলে বাড়িয়েছিলাম হাত, তোমায় ভেবে সকাল দুপুর সন্ধ্যা বিকেল রাত।
যদি কখনো মনে পড়ে যায়,
কোন বিকেলে কোন সন্ধ্যায়,
কষ্ট বুকে নিয়ে কেঁদোনা তুমি,
গোধুলীর রং হয়ে রাঙাবো আমি।
যদি কখনো ইচ্ছেগুলো ডানামেলে উড়ে যেতে চায়,
যদি কখনো স্বপ্নগুলো কষ্টের নদীতে হারায়,
তুমি থেকো, আমারি থেকো, ভেবোনা হারিয়েছো তুমি,
স্বপ্নগুলো ইচ্ছেগুলো খুঁজেনিয়ে ফিরবো আমি।
যদি কখনো চোখে জল আসে,
কোন শ্রাবণে কোন বর্ষায়,
কষ্ট বুকে নিয়ে কেঁদোনা তুমি,
বৃষ্টির ফোঁটা হয়ে ঝরব আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।