বাংলাদেশ শিল্পকলা একাডেমী
নাট্যকেন্দ্রের নাটক দুই যে ছিল এক চাকর। রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।
শব্দ নাট্যচর্চাকেন্দ্রের নাটক তৃতীয় একজন। লিখেছেন সমীর দাশগুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
ভারতের শিল্পী গণেশ হালুইয়ের চিত্রকলা প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’। চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
মুস্তাফা জামান ও রফিকুল শুভর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
শাহনূর মামুনের জলরং চিত্রের প্রদর্শনী। চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্যালারি টোয়েন্টিওয়ান
তাজউদ্দীন আহমদের ওপর তোলা ২২০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বলাকা সিনেওয়ার্ল্ড
নিঃস্বার্থ ভালোবাসা ও জটিল প্রেম।
দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
নিঃস্বার্থ ভালোবাসা: বেলা ১১টা, দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলভেরাইন থ্রিডি: বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। ডেস্পিকেবল মি ২ থ্রিডি: সকাল ১০টা ৫০, দুপুর ১২টা ৫৫, বেলা তিনটা ও বিকেল পাঁচটা ৫ মিনিটে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা সোয়া ১১টা, দুইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।