আমাদের কথা খুঁজে নিন

   

শ্বেতপত্র......(.আধুনিক প্রেম কিংবা নষ্ট জীবন)

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

জীবন মাঝে মাঝে কি কঠিন রূপ ধারণ করে পতিতার সাথে আমার প্রেম করতে ইচ্ছা জাগে কলংকগুলো নিজের গায়ে মেখে পবিত্র করে দেই পতিতাকে.. সমাজকন্যাদের চাইতে বারবণিতারাই শ্রেয়তর নিষিদ্ধপল্লীর ঐ নষ্ট মেয়েরা অন্তত নষ্টামি জানে না তারা জানে ব্যবসা, আর সমাজকন্যারা আলোর মাঝেই খেলে নষ্ট খেলা পতিতারা ধ্বংস জানে না, প্রতারণা জানে না নিজেকে ক্ষয়ে ক্ষয়ে গড়ে তোলে চারপাশ সমাজকণ্যারা নষ্ট জীবনের মজা নেয় কে এফ সি, বি এফ সি আর আলমাস । বারবণিতারা পয়সা নেয়, সূবর্ণাদের পয়সা লাগে না। শিকারের গন্ধ পেলেই উষ্ণ শয্যায় যায় উম্মক্ততার আশায় ঘন্টাখানেক চাষ করার মতো লাঙ্গল পেলেই -উম্মাদ হয়ে যায় সুবর্ণরা। আর কিছুদিন পর হয়তো পতিতারা রাস্তায় দাড়িয়ে চিৎকার করে কাঁদবে খদ্দেরের অভাবে- সমাজকন্যারা বদ্ধরুম থেকে বিষবাষ্প ছড়াবে সবুজ সমাজে বহু পথ ঘুরে এসে- স্থুল হয়ে যাবে শেষ যৌবনে প্রার্থণা আর চোখের পানি কিংবা, কোন দূরারোগ্য রোগ গোপন করে অনুশোচনায় হেসেই যাবে কষ্ট হাসি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।