~ ভাষা হোক উন্মুক্ত ~
বাবুনি সুপ্তি ... ব্লগে নতুন এই মুখটি এখন সবার প্রিয়। সুন্দর সব লেখা আর মন্তব্যের কারনে বাবুনিকে চেনে সবাই। আমি ওকে সম্ভবত আদিত্যকে নিয়ে দেয়া কোন ব্লগে প্রথম কমেন্ট করতে দেখেছিলাম। তারপর পরিচয় আর হৃদ্রতা। বাবুনি আমাকে বাবুর (আদিত্যর)কথা মনে করিয়ে দেয়, কারন আমি আদিত্যকে বাবুনী ডাকি সেই ছোটকাল থেকেই।
আমি বাবুনিকে তুই করে বলি আর মাঝে মাঝে দুষ্টুমি করি অনেক। লেটেষ্ট হচ্ছে ওকে বাবুনি সুপ্তির বদলে বাবুনি শুটকি ডাকা
বাবুনির জন্মদিন এমন একটা সুন্দর দিনে, সেটা জানা ছিলোনা। জেনে অনেক ভাল লেগেছে যে ওর মত এত কিউট আর পিচ্চি একটা আপুনির জন্ম তো এমন দিনেই হবার কথা
অনেক অনেক শুভেচ্ছা শুটকিটার জন্য ভাল থাকিস, আনন্দে থাকিস, সুখে থাকিস সব সময়। সাফল্য হোক তোর পায়ের নুপুর। আকন্ঠ ডুবে থাক ভালবাসায়।
এই নে আপুনি তোর জন্য আমার গিফটঃ
[
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।