আজ এই ফাগুনে
যখন প্রকৃতি ও তুমি সেজেছো
হলুদ ও রক্তিম আবরণে
তখন আমি ডুবে যাচ্ছি
যান্ত্রিকতার ব্যাস্ত ভূবনে।
প্রকৃতি থেকে আমি সরে যাচ্ছি
ক্রমাগত দূরে, বহু দূরে
তবুও আমি অনন্তর চেষ্টা করছি
ফাগুনের আগুনে উষ্ণ হবার।
যেন শেষবার আকড়ে ধরার চেষ্টা।
তাই আমার রক্ত দিয়ে রাঙ্গালাম
তোমার সারা শরীর।
কিন্তু তুমি জমে কালো হয়ে গেলে
দেখো আমি কত নষ্ট হয়ে গেছি!
হারিয়ে ফেলেছি নিজের বর্ণ টুকু।
যাও চলে যাও আর মুক্ত হও
সাজাও নিজেকে ফাগুনের আগুনে
আমি বরং পড়ে রই মহাকালের আধাঁরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।