শুধুমাত্র ব্লগ পড়তে পারি,ভাল লাগলে শোকেসে জমাই.....
জানি আমার কথাটি গণতান্ত্রিক রাস্ট্রে বেমানান।
তবু ও না বলে পারছি না।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে বড় অভিযোগ গুলো ছিলো.......
১। এটা অগণতান্ত্রিক সরকার।
২।
বিদেশী ষড়যণ্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।
৩। দেশের জনপ্রিয়তম দুটি দলকে উৎখাতে ব্যস্ত।
৪। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যর্থতা.......
ইত্যাদি ইত্যাদি.....
অমরা যারা খেটে খাওয়া মানুষ......তাদের কাছে ১ম ৩ টি পয়েন্ট নিয়ে কোন মাথাব্যথা নেই।
কিন্তু সে সময় ---
১। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে ছিলোনা কোনো খুনোখুনী....
২। ছিলোনা রাজনৈতিক প্রতিহিংসা/সহিংসতা....
কিন্তু শুধুমাত্র দ্রব্যমূল্য বেশী ছিলো বলে আমরা সমর্থন করতে পারিনি।
বর্তমানে যে দ্রব্যমূল্য তা কোনো কোনো ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের আমল কে ও ছাড়িয়ে গেছে....
তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের আমল ই ভালো ছিলো....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।