আমাদের কথা খুঁজে নিন

   

"আজি বসন্ত জাগ্রত দ্বারে...." এবং যাপিত অর্ধযুগ...!!! ['আত্মা'কে উৎসর্গীকৃত]

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........
ইহা একখানা ব্যক্তিগত পোস্ট। "আজি বসন্ত জাগ্রত দ্বারে...." এবং যথারীতি সকালে আমিও জাগ্রত হইলাম... ....। সাধারণত ঘুম ভাঙ্গার তথা চোখ খুলতে শুরু করার প্রথম ১০/১২ সেকেন্ড একধরণের ভোঁ ভোঁ ব্যাপার চলতে থাকে আমার মাথার মধ্যে, বলা যায়- মহাজাগতিক শূণ্যতার মতো !! কিন্তু আজকে ক্যামন করে জানি, একধরণের প্রি-ডিফাইন্ড সিগনালের মতো ঘুম ভাঙ্গতেই অভ্যন্তরে ছলকে ওঠে কৃষ্ণচুড়া, নিজস্ব ছায়াপথ জুড়ে থাকে বিশুদ্ধ বসন্ত সৌরভ। আর আমার পাশে আমার 'আত্মা'... গুটিশুটি! আমি আবার চোখ বুজেঁ আত্মাকে ছুয়ে থাকি, নির্ভরতায় ... ...। আমি কিন্তু বৃষ্টি ভালোবাসি নির্মোহ, অথচ বসন্তে অধিক উল্লসিত........... না......... ।

এ শুধুই প্রকৃতি বিহবলতা, আর নিছক রোমাঞ্চ নয়...। কেননা, আজ ১ লা ফাল্গুন' ১৪১৬। বসন্তের প্রথম দিবস। প্রকৃতি সেজেছে বর্নিল অবগাহনে। আর আজ থেকে ৬ বছর আগে এমনই ১ ফাল্গুন' ১৪১০ বঙ্গাব্দে, এমনই দুর্দান্ত ঝকঝকে এক দিনে বিশুদ্ধ বসন্ত সৌরভে মুখরিত সুদীর্ঘ মহাসড়ক ঠেলে অর্থাৎ আক্ষরিক অর্থেই ভাঙ্গা একটা গাড়ীতে চড়ে, ধুঁকতে ধুঁকতে, বহুকষ্টে এবং বহিরাঙ্গে অত্যন্ত দীনহীন... অথচ বুকের ভেতরে বিশ্বজয়ী আমার আমি নিজেকে সম্পূর্ণ ভাবতে পেরেছিলাম কেবলমাত্র আমাদের বিয়ে টা সম্পন্ন হবার পরপরই।

তুমি, যাকে আমি আত্মায় ধারন করতাম এবং করি, তোমাকে নিয়ে আমরা আমাদের জাগতিক পথ চলতে শুরু করেছিলাম ছয় বছর আগের এই পহেলা ফাল্গুনে, বসন্তে, দখিন সমীরণে ...। তারপর, ধীরে ধীরে কত প্রহর... কত পথচলা, কত কান্না হাসি, কত বিস্ময়, কত্ত কিছু...!! আমি ধারণ করি, ওই বসন্তের এই প্রথম দিনটায় আসলে আমার পুনর্জন্ম.... অতএব, "তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা......" আত্মা আমার, অর্ধযুগর যাপিত এই যুগল জীবনের পুরোটা জুড়ে শুধুই আমাকে দিয়ে চলার জন্য তোমার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা.... আর বিশুদ্ধ ভালোবাসা আমরণ তোমাকেই। আমি জানি ইন্দ্রানী সেন এর গাওয়া এই গানটা তোমার অনেক প্রিয়- তুমি জেনো, তুমিও আমার সবচাইতে..... কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস... আমি বলি, আমার সর্বনাশ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।