আমাদের কথা খুঁজে নিন

   

আহা আজি এ বসন্তে......


অদ্ভুত মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর! এমন কোন মুহুর্ত নাই যা নিয়ে তিনি গান লিখে যাননি!! কি বর্ষা কি শরৎ কি হেমন্ত কোন কিছুই তার গান থেকে নিস্তার পায়নি। তেমনি বসন্তকে নিয়ে লিখে গেছেন এক অনবদ্য গান। আজ পহেলা বসন্তে কবিগুরুর এই গানটি শ্রদ্ধাসহকারে তাঁকেই উৎসর্গ করলাম--- আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে... সখিরও হৃদয় কুসুম কোমল আর অনাদরে আজি ঝড়ে যায় কেন কাছে আস, কেন মিছে হাসো কাছে যে আসে তো, সে তো আসিতে না চায় আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে আহা আজি এ বসন্তে.... সুখে আছে যারা সুখে থাক তারা সুখেরও বসন্ত সুখে হোক সারা দুঃখিনি নারীর নয়নেরও নীড় সুখিজনে যেন দেখিতে না পায় তারা দেখেও দেখে না তারা বুঝেও বোঝেনা তারা ফিরেও না চায়.. আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে আহা আজি এ বসন্তে.... ডাউলোড লিংক
 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।