munirshamim@gmail.com
একটা সময় ছিল। যখন প্রতিদিন বইমেলায় না গেলে খাবারই যেন হজম হতো না। সকল-দুপুর-সন্ধ্যা এমনকি রাত্রি অবধি বইমেলা জুড়ে ঘুরে বেড়ানো। আড্ডা, হৈচৈ। একটা নেশার মতো ছিল।
নেশাটার সমাপ্তি যে হয়েছে তাও নয়। ভেতরে ভেতরে নেশাটা যে উকিঝুকি মারে, কিলবিল করে, তা টের পাই। ভীষণভাবে । তবে নেশাটা শৃঙ্খলিত হয়েছে। বন্দী হয়েছে।
কর্মকাবিননামার সূত্রে ব্যস্ততা, বইমেলা থেকে কাজের জায়গার দুরুত্ব এবং এখনপর্যন্ত অনতিক্রম্য অতিনগরায়িত ঢাকার ট্রাফিক জ্যামের কাছে। অফিসের নির্দিষ্ট সময় শেষে বইমেলায় যাবার আকাশচুম্বি ইচ্ছা থাকা সত্ত্বেও সে ইচ্ছাটা শেষ পর্যন্ত বইমেলাকে ছুঁতে পারে না। কারণ প্রকৃতি তো আমাদের ডানা দিয়ে তৈরি করেনি। আর ডানা ছাড়া কীভাবে সম্ভব বিকেলের দীর্ঘ ট্রাফিক জ্যামকে পরাজিত করে বাংলা একাডেমি চত্ত্বরে হাজির হওয়া! সুতরাং এভাবেই হয়তো আমার মতো অনেকের ইচ্ছার সমাপ্তি ঘটে। প্রতিদিন।
আফসোসে আফসোসে একদিন শেষ হয়ে যায় একুশের বইমেলা। সে যাই হোক, আজ বইমেলার বারতম দিন। এ বারদিনে মাত্র দু’দিন বইমেলায় যাবার সৌভাগ্য হয়েছে। ইতোমধ্যে কিছু বইও কেনা হয়েছে। এরমধ্যে সহ-ব্লগারদের বইও রয়েছে।
ব্লগার বন্ধুদের মধ্যে যারা প্রথমবারের মতে মলাটবন্দী হয়েছেন তাদের জন্য অভিনন্দন। অনেক অনেক শুভ কামনা। সাথে এখন পর্যন্ত বইমেলা থেকে যে বইগুলো কেনা হয়েছে সেগুলোর নাম ও কিছু তথ্য শেয়ার করলাম। যদি আমার আগ্রহের সাথে কারও আগ্রহটা মিলে যায়। অথবা কেউ যদি উৎসাহী হন এ বইগুলো সংগ্রহে:
আমার কেনা সহ-ব্লগারদের বই:
১. তনুজা ভট্টাচার্য্য’র কবিতার বই সাময়িক শব্দাবলী, আমার প্রকাশনী, প্রচ্ছদ, ধ্র“ব এষ
২. নুরুজ্জামান মানিক এর স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা, শুদ্ধস্বর, প্রচ্চদ, সব্যসাচী হাজরা
৩. নুশেরা তাজরীনের শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা, তাম্রলিপি, প্রচ্ছদ অপনার আঁকা ছবিসহ মো: আলমগীর
৪. আরিফ জেবতিক এর উপন্যাস ১/১১’র রাতে একুশ নম্বর আঙুল, জাগৃতি
৫. লীনা ফেরদৌসের কবিতার বই ভালবাসার ছড়াছড়ি, শুদ্ধস্বর, প্রচ্ছদ, ধ্র“ব এষ
৬. গোলাম কিবরিয়ার ছোটগল্পের বই বিশে বিষ, পাঠসূত্র, প্রচ্ছদ, ইমতিয়াজ আহমেদ
৭. আশরাফ সিদ্দিকী, আন্দালীব এবং মুক্তি মন্ডল সম্পাদিত ছোটকাগজ জোনাকরোড, ২য় বর্ষ, ১ম সংখ্যা
এছাড়া
৮. হাসান ফেরদৌসের ১৯৭১: বন্ধুর মুখ শত্র“র ছায়া, প্রথমা প্রকাশন
৯. গোলাম মুরশিদ এর মুক্তিযুদ্ধ ও তারপর-একটি নির্দলীয় ইতিহাস, প্রথমা প্রকাশন
১০. বিআইডিএস এর বার্ষিক জার্ণাল বাংলাদেশ উন্নয়ন সমীক্ষা, ১৪১৬ সংখ্যা
১১. মনিরুল ইসলামের নারী-পুরুষ বৈষম্য, জীবতাত্ত্বিক প্রেক্ষাপট, সংহতি প্রকাশন
১২. উইনিফ্রেড হল্টবি এর নারী এবং ক্রমবিবর্তিত সভ্যতা, অনুবাদ মোবাশ্বেরা খানম, সবর্ণ প্রকাশনা
১৩. সুরাইয়া বেগম এর নারী মুক্তিযুদ্ধ ও দেশ-অন্তর্লোকে অন্বেষণ, সুবর্ণ প্রকাশনা
১৪. এস আমিনুল ইসলাম এর উন্নয়ন চিন্তার পালাবদল, দিব্যপ্রকাশ
১৫. আসহাবুর রহমান সম্পাদিত বাংলাদেশে কৃষিপ্রশ্ন-তত্ত্ব ও বাস্তবতা, ইউপিএল
১৬. রংগলাল সেন এর বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস, নিউ এজ পাবলিকেসন্স
১৭. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের বাংলাদেশের গ্রামাঞ্চল ও শ্রেণী সংগ্রাম, সমাজ নিরীক্ষণ কেন্দ্র
আর আমাদের মানে আমিও আমার জীবনসঙ্গীর একমাত্র বিচ্ছু অরিত্রীর জন্য
১৮. রোকনুজ্জামান খান এর হাট্ টিমা টিম, ব্রাক প্রকাশনী
১৯. সুনির্মল বসুর নির্বাচিত ছোটদের হাসির কবিতা, বিশ্বসাহিত্য কেন্দ্র
২০. উদগম, নালন্দা, ছায়ানট
২১. সিনডারেলা, সাহিত্য প্রকাশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।