আমাদের কথা খুঁজে নিন

   

আর কত রক্তে থামবি তুই হায়েনা....

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
প্রাগৈতিহাসিক নীলজামার খোলস ছেড়ে ডাইনোসর তুই দাঁতের ফাঁকে পূর্বপ্রজন্মের রক্ত বুনিয়াদি ভাবনায় মস্তিষ্কে কালের পাপাদি হিংস্রবোধে ধর্ষিতা কত সদ্যবালিকা কাটাস্তনের পাশেই গড়াগড়ি শিশুর কাটামুন্ডু তুই সেই চেনা দাঁড়ি-টুপির হায়েনা..... এখনো মুছে যায় নি রক্তের দাগ মনে পিতাহারা সন্তানের কান্না ঝুলে আছে বাজারের মোড়ে এখনো ঘোরে বীরাঙ্গনা জটাচুলে পাগলীর পেছনে রক্তের ইতিহাস তোর বীর্যে জন্ম দিয়েছে যে নবজাতক তারপর নিজ হাতে গলা টিপে জটাচুল... তোর কালো হাতে আজ আবারো বিষ আঙুল কেঁপে উঠেছে লুসিফার নির্দেশে খোলস ছেড়ে ময়দানে উর্ধ্ব তরবারি ক্ষুর রামদায় ঝিকিয়ে উঠছে অভিশপ্ত রোদ রক্তের হোলি মেতেছে পোষ্য কালসাপ অচল কি হয়ে যাবেই আজ মানবতা? মগ্ন হায়েনা লালরুধিরে মদের গেলাসে তোর ছোট চুমুকের পেছনে জমে মৃত্যু চক্রে হারায় সজীব তাজা প্রাণেরা বকর,ফারুক,মহিউদ্দীন...তারপর... আমি হতে পারি..আমরা হতে পারি.. হায়েনার গেলাসে যাবে ধমনীর রক্ত.. মানবতা রামদার কোপে বিক্ষত.. রগকাটা পা,দ্বিখন্ডিত হাতের আঙুল ম্যানহোলে পড়ে থাকা চেতনার শ্লোগান শাটলের গায়ে ছিটকে পড়ে কারো রক্ত সারা বাংলা আজ পতাকার বৃত্ত লাল... আর কত রক্তে থামবি তুই হায়েনা... ----------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------- একটি চেতনার গান..হায়েনারোধের গান.....মাকসুদের পরওয়ারদিগার.. ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ গানটির জন্য কৃতজ্ঞতা: ফাহাদ চৌধুরী ও রাতমজুর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।