আমাদের কথা খুঁজে নিন

   

পতিত'র প্রেম

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

তোর দীঘল কালো চুলের ভাজে হারাবো না আর আমি এক জনমে । তোর নিশালাগা চোখ আমাকে আর ইশারা দেয় না মায়াবতী রূপে মুগ্ধ হতে । তোর চোখের পাপড়িতে ভ্রমর এসেছিলো কোন এক ঘোর লাগা সময়ে । তোর সফেদ শরীর আমাকে আর টানেনা এখন সন্ধ্যে হলে ঘরে ফিরতে । তোর সবকিছু এখন আলু-পটল আমার কাছে তুই নিজেই এখন আস্তাকুড়ের মানুষ ....... শালিকের ডাক আর স্পর্শ করে না তোর আকাশটা সারাক্ষন কাকেদের ডাকাডাকি ভাল্লাগে না শুনতে আর........ তুই একটা কিছু বল ; শালিক না হোক কাকের পিছু চল । ভালোবেসে একবার তুই মরণ রোগে মরতে চেয়েছিলি ; আবার কেনো নিশালাগা নতুন প্রেমের অ আ শিখা তুই একটা বেশ্যা মাগী জব্বর রাগী আমার কাছ থেকে দূরে সর মরণ রোগের ঔষধ নেই তো ; তবুও তুই দূর হ দূর হ পড়ে মর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।