আমি শারিফ শাব্বির ঢাকা থেকে। পড়েছি সাংবাদিকতা আইইউবিতে। পড়াশোনা ইংলিশ মিডিয়ামের ও লেভেল-এ লেভেল। ইংলিশ মিডিয়ামের হলেও আমি কিন্তু বাংলা ভালই পারি।
ফ্রী অ্যান্টিভাইরাসের কথা আমরা সবাই শুনেছি।
এভিজি,এভিরা,এ্যাভাস্ট-এই নামগুলো আমাদের কাছে খুব পরিচিত ফ্রী অ্যান্টিভাইরাস হিসেবে। কিন্তু আমি আপনাদেরকে একটি ফ্রী ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাসের কথা বলব।
এর নাম হল কোমোডো ইন্টারনেট সিকিউরিটি। এতে আছে অ্যান্টিভাইরাস প্লাস একটি শক্তিশালী ফায়ারওয়াল যা আপনার পিসিকে রাখবে সুরক্ষিত।
ডাউনলোড করতে ক্লিক করুনঃ লিংক
৪৩ মেগাবাইট সাইজের এই ইন্টারনেট সিকিউরিটি পেয়ে যাবেন একদম বিনামূল্যে।
ইন্টারনেট সিকিউরিটি পিসিতে ইন্সটল করার পর এটাকে আপডেট করতে হবে নিয়মিত। প্রথমবারের আপডেটটা বেশ বড় প্রায় ৯০ মেগাবাইটের যা বাংলাদেশের স্লো ইন্টারনেট গতিতে আপডেট হতে প্রায় ২ থেকে ৩ ঘন্টা লাগবে। আপডেট করার সময় দেখবেন যে আপডেট ৩০% এসে আটকে আছে,এতে বিরক্ত হবার কিছু নেই।
ইন্টারনেট সিকিউরিটির ফায়ারওয়াল অপশনে ক্লিক করে সিলেক্ট করুন ভিউ একটিভ কানেকশনস,তারপর দেখুন cdmagent.exe তে বাইটস বাড়ছে কিনা,যদি বাড়তে থাকে,তাহলে আপডেট চলছে,যতক্ষণ না পর্যন্ত তা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন,প্রথমবারের আপডেটটা একবার হয়ে গেলে আর কোনো সমস্যা নেই,এরপরের বারের আপডেটগুলো হবে খুব ছোট যা করতে বড়জোড় ৩ মিনিটের মত করে লাগবে।
নিয়মিত আপডেট করে ব্যবহার করলে কোমোডো ফ্রী ইন্টারনেট সিকিউরিটি বেশ ভাল কাজ দেবে।
সবচেয়ে ভাল কথা হল,এই ফ্রী ইন্টারনেট সিকিউরিটি ইন্সটল করলে আপনি পেয়ে যাবেন আজীবনের ফ্রী লাইসেন্স।
বোনাসঃ
* বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস এর কথা আমরা অনেকেই শুনেছি। নরমালি বিটডিফেন্ডার ব্যবহার করতে হলে তা কিনে নিতে হয়,কিন্তু বিটডিফেন্ডারেরও রয়েছে একটি ফ্রী অ্যান্টিভাইরাস যা এক বছরের জন্য আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করুন এখানেঃ লিংক
* শুধু পিসিতে অ্যান্টিভাইরাস রাখলেই হবেনা,সাথে ইন্সটল করতে হবে অ্যান্টিস্পাইওয়্যার। ভাল একটি অ্যান্টিস্পাইওয়্যার হল এ্যাড ওয়্যার।
ডাউনলোড করুন এখানেঃ লিংক
সবাইকে ধন্যবাদ।
শারিফ শাব্বির
ইমেইলঃ
টুইটারঃ http://www.twitter.com/kliptu
ফেইসবুকঃ http://www.facebook.com/kliptu
ওয়েবসাইটঃ
http://www.bdbuzz.tk
http://www.bdlinks.tk
http://www.kotharbuli.tk
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।