আমাদের কথা খুঁজে নিন

   

"কি জে বলেন ভাই, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী"

পরে বলব......................... কি জে বলেন ভাই, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী, ৭১-এ জামাত,রাজাকার,আলশামস,আলবদর-এর দল ইতিহাসের এক জঘন্যতম হত্যাজজ্ঞ চালানোর পরও আমরা সহিংস (বিচার) না হয়ে মাফ করে দিলাম...তার পর সুদীর্ঘ ৪২ বছর ধরে আমাদের ঘাড়ে বসে আমাদের ...... মেরে গেলো,তার পরও আমরা অহিংস থাকলাম......১৪ ডিসেম্বর জাতিটাকে পঙ্গু করে দেওয়ার পরও সেই কুত্তাদেরই একজনকে ফাঁসি না দিয়ে,শাহবাগে টানা ১৭ দিন অহিংস আন্দোলনে থেকে আমরা মোমবাতি আর বেলুন উড়িয়ে অহিংস থেকে ঘরে ফিরে গেলাম...আর আজ যখন সেই অপরাধীরা ধর্মের লেবাস পরে ধংসজজ্ঞ চালাচ্ছে তখনো আমরা অহিংস থেকে চায়ের দোকানে ঝড় তুলে বলে যাবো সন্ধায় মোমবাতি জালিয়ে এর প্রতিবাদ জানাবো, আর সবাইকে ফেসবুকে "আসেন মোমবাতি জালিয়ে প্রতিবাদ জানাই" শীর্ষক ইভেন্ট বানিয়ে সবাইকে শেয়ার করতে বলব, নামিদামি কিছু ব্লগাররা নরম চেয়ারে বসে হাতে এক কাপ চা নিয়ে সুন্দর করে লিখে যাবেন "হ্যান করব ত্যান করতে হবে"... আরে ভাই আর কত ...ছা মারা খাবেন???? বাচতে হলে বাচার মত বাচেন,বাঘের মত বাচেন...শরীরে ঘা নিয়ে কাঁতরাবো আর কত দিন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।