আমাদের কথা খুঁজে নিন

   

বাহ! বাংলাদেশ মারামারি তে দেখি এই অঞ্চলে ফাস্টো


সাউথ এশিয়ান গেমস শেষ হোল। ১৮ পদক নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তবে এই ১৮ পদক এসেছে ৯টি এভেন্টে। বাকী ১৪টি ইভেন্টে কোন স্বর্ণ আসেনি। যে ৯টি ইভেন্টে স্বর্ণ এসেছে তার মধ্যে ফুটবল আর ক্রিকেট এ ১টি করে দুটি । এছাড়া সব সাফল্য কারাতে, শুটিং, বক্সিং,তায়কান্দো,উশু... ৪টি কারাতে ইভেন্টে ৩টি শুটিং এ ২টি বক্সিং এ ২টি তায়কান্দো তে ২টি উশু তে ২টি গলফে ১টি ভারত্তোলনে মোটামুটি তীরন্দাজি বা আর্চারি বাদে মারামারি তে আমাদের কে কোন ব্যাটা-বেটি হারায় ? অথচ বাংলাদেশ আগে যা একটু ভাল করত সেই এথলেটিক্স,সাতার কোথায় হারিয়ে গেল? কাবাডি,ভলিবল,হ্যান্ডবল, বাস্কেটবল,ব্যাডমিন্টন এগুলো ও তো কম খেলা হয় না! ভাল! ভালো !! কিছুদিন বাদে হয়তো হলিঊড কিম্বা হংকং এর মুভির জায়গায় বাংলাদেশের মার্শাল আর্টের ছবি জায়গা করে নেবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।