আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ চোখ মুছে দ্রুত উড়ে যায় বই মেলায়....!!!!



মেঘ কিভাবে চোখ মুছে? মেঘের অশ্রু তো বৃষ্টি হয়ে ঝরে, তাহলে যে মেঘ চোখ মুছে তার বৃষ্টি ঝরে গেছে... !! বৃষ্টির ফোঁটা আর অবশিষ্ট নেই বলেই এভাবে দ্রুত উুড়ে যাওয়া! নিজের কষ্ট অথবা দীনতা আড়াল করে........ -অনেকটা এভাবে এক রকম বিশ্লেষনের মাধ্যমে লেখা বা কবিতার অর্থ উদ্ধার করা....!!! কবিতা পড়তে ভালো লাগে তা আগেও কিছু পোস্টে বলেছি, এই ব্লগে এসে চমৎকার কিছু কবিতা পড়ার সুযোগ হয়েছে, লেখায় জানিয়েছি ব্লগে প্রিয় কবিদের নাম। অত্যন্ত আগ্রহ ও কৌতুহল নিয়ে অপেক্ষা করি তাঁদের চমৎকার সব কবিতা ছাপার অক্ষরে দেখার, তাঁদের কবিতা সংকলন বইটি পড়ার জন্য! প্রতি বছর বই মেলার সময় ঘনিয়ে এলে মনে হয় এবার হয়তো তাঁদের কারো বই প্রকাশিত হবে! অবশেষে প্রিয় কবিদের একজনের কবিতার ব্‌ই প্রকাশিত হলো। এমন কবি যাঁর কবি সত্ত্বা সম্পর্কে অবগত হবার আগে আমি এবং আমার মতো অনেক ব্লগার পরিচিত হয়েছি তাঁর মানবতাবাদি গুনটির সাথে। তিনি যতোখানি আন্তরিকতা নিয়ে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান ততোখানি আন্তরিকতা নিয়েই কাব্য চর্চা করেন বলে মনে হয়, তবে কবিতা ভালো লাগলেও ভাষাজ্ঞান আর ভাবনার সীমাবদ্ধতার কারনে আমি তাঁর কবিতা পুরোপুরি বুঝতে অক্ষম। ... অথবা বলা যায়, “খুব সহজ কিছু শব্দে দুর্বোধ্য বাক্য গঠন” এটাই কবির কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট।

..... এতোক্ষণ কবি ফয়সল নোইয়ের কবিতার কথা বলছিলাম। তাঁর কবিতায় ভাবনার গভীরতা মুগ্ধ করার মতো। আমার মতো অনেক সাধারন পাঠকের কাছে দুর্বোধ্য মনে হলেও নিয়মিত পড়ে যাই কবিতাগুলোর আবেদন ছুঁয়ে যায় বলে। কবি কখনও প্রকৃতি, কখনও কঠিন বাস্তবতা, জীবন সংগ্রাম আবার কখনও ব্যক্তিগত আবেগ চমৎকার ভাষায় ফুটিয়ে তুলেন তাঁর কাব্যে। প্রথম দিকে ফয়সল নোইয়ের কবিতা পড়ার সময় স্কুলের ভাবসম্প্রসারনের কথা মনে হতো! শুরুতে যেভাবে বলেছি... এক একটি লাইন পড়ে তার অর্থ দাঁড় করানো, তারপর পরবর্তী লাইনের সাথে পূর্বের লাইনের সম্পর্ক স্থাপন... কঠিন এক কাজ!! তবে মজার কাজ...সময়ের সাথে সাথে এখন সেসব কবিতা কিছুটা বুঝতে পারি, তেমন দুর্বোধ্য মনে হয়না।

মজার ব্যাপার হলো কবিতাগুলো কম্পিউটারের স্ক্রীন থেকে মুক্ত হবার পর বইয়ের পাতায় ঠাঁই পেয়ে কেমন জীবন্ত হয়ে উঠেছে.... ভীষণ দুর্বোধ্য কবিতাগুলো এখন কিছুটা বুঝতে পারছি! চমৎকার সংকলনটির প্রতিটি কবিতা ভিন্ন ভিন্ন স্বাদের.. প্রতিটির আছে নিজস্ব বিষয় ও স্বতন্ত্র স্টাইল! একেকটি কবিতা একেক ধরনের আবেগ ধারন করেছে। সূর্য রমনী কবিতাটিতে প্রতিফলন ঘটেছে এক কঠিন বাস্তবতার, নালিশ কবিতাটিতে ঝরে পড়ে অভিমান, পরবাসকবিতাটিতে ফুটে উঠেছে দীর্ঘশ্বাস আর হাহাকার!! নতুন পুরনো মিলিয়ে প্রায় প্রতিটি কবিতা ভালোলাগার মতো। মনছুঁয়ে যায় গ্রন্থটির নাম আর এই শিরোনামের কবিতাখানি ঈষানকোণের মেঘ চোখ মুছে দ্রুত উড়ে যায়। বইটির প্রচ্ছদ কাব্যগ্রন্থের নামের মতোই চমকপ্রদ ও রহস্যময়! ঈষানকোণের মেঘ চোখ মুছে দ্রুত উড়ে যায় এর কবিতার বিষয়, মেজাজ, বর্ণনা আর আবেগে বৈচিত্র থাকায় বইটি পড়ায় একঘেঁয়েমী স্পর্শ করেনা, যা পাঠকের আগ্রহ ও ভালোলাগা ধরে রাখে। হৃদয়ছোঁয়া বইটির উৎসর্গ !! কাব্যগ্রন্থ:- ঈষানকোণের মেঘ চোখ মুছে দ্রুত উড়ে যায়।

প্রচ্ছদ:- অতনু তিয়াস প্রকাশক:- পাঠসূত্র প্রকাশনী বইটির পাঠক প্রিয়তা ও সার্বিক সাফল্য কামনা করছি। অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ ফয়সল নোই ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।