My hobby soft callection
আমি কোন কিছু আনইন্সটল করার জন্য বরাবরই ইয়োর-আনইন্সটলার ব্যবহার করি গতকাল একটি মজার বিষয় খেয়াল করলাম তাই সবার সাথে শেয়ার করছি। আমার পিসিতে ক্যাসপার ইন্টারনেট২০১০ সেটআপ দেোয়া ছিল। এভাষ্ট ৫ কে টেষ্ট করার জন্য ইয়োর-আনইন্সটলার২০১০ দিয়ে ক্যাসপার ইন্টানেট২০১০ কে আনইন্সটল করেছিলাম। টেষ্ট শেষে
আবার ক্যাসপার ইন্টারনেট২০১০ সেটআপ দিলাম এবং ৩০দিনের ট্রয়াল পেলাম কিন্তু আমার স্পষ্ট মনে ছিল যে এর আগে আমি এই উইন্ডোজে একবার ৩০দিন ট্রায়াল পার করেছিলাম।
তবে কেন আবার ৩০দিন পেলাম। তবে কি ইয়োর-আনইন্সটলার দিয়ে ক্যাসপার ইন্টানেট২০১০ আন-ইন্সটল করেছি যার জন্য রেজিষ্ট্রি থেকেো সব ইনফরমেশন মুছে ফেলেছে। আমি সিউর হবার জন্য বন্ধুর সংগে কথা বলতেই সে বললো তার পিসিতে ট্রায়ালের মেয়াদ আর ৯ দিন আছে । শেষে সেটিতেো আনইন্সটল করে আবার সেটআপ দিলাম দেখি সত্যিই আবার ৩০দিন ট্রায়াল পেলাম । বুঝলাম ইয়োর-আনইন্সটলার এর এই ভার্সনটি আগের চাইতে নিখুত করেছে, সেই সাথে কিছু নতুন ফিচার যোগ করেছে যেমন একেবারেই নতুন ইন্টারফেস
Advance Uninstall
Quice Uninstall
Auto Fix
Empty Gone
Search .
Windows tools,
Disk Cleaner ইত্যাদি। নিচে ডাউনলোড লিঙক দিলাম
লিংক-মেগাআপলোড http://www.megaupload.com/?d=YCKFLQAB
লিংক-ডিপোজিট ফাইল http://depositfiles.com/en/files/d2xzzjgjb
লিংক-হট ফাইল Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।