সত্য কথা! আরে..
বুদ্ধিজীবী বলছে যখন
না হয়ে কি পারে?
চর্মচোখে যা দেখিলাম
যা শুনিলাম কানে-
বুদ্ধি বেচার কারবারীরা
তারচে’ বেশী জানে।
সন্ত্রাসীদের পক্ষে যদি
বাহাস চলে ম্যালা-
বুঝতে হবে টেবিল তলে
চলছে টাকার খেলা।
ভুল হয়েছে, ধরছি কানে,
দাওনা ছেড়ে ভায়া,
চললো না হয় অস্ত্র গুলি,
অসুন্দরের ছায়া।
ওনরা বলেন – আমরা শুনি,
ছাগল , গাধার সম-
উপদেশের জন্য তোদের
সালাম- নম: নম:।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।