আমাদের কথা খুঁজে নিন

   

ও-মন তুই হইলে না সাধন

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

গান কোন বাঁধনে বাঁধলি-রে মন ও-মন তুই হইলে না সাধন। । স্বপ্ন হারায় দেহের খেলায় পথ হারাইয়া খুঁজলে ছায়ায় সে-পথ কি আর হয়-রে আপন ও-মন তুই হইলে না সাধন। । দমের ঘরে দিয়াছি তালা আমায় আমি খুঁজি একেলা কেমনে হইবে ভজনসাধন ও-মন তুই হইলে না সাধন।

। কেমনে হয়-রে দুইয়ের মিলন দেহের লোভে জগতে শাসন কাম-ক্রোধ লালসাই বারণ... ও-মন তুই হইলে না সাধন। । একা শোয়াই-বা আন্ধার ঘরে সঙ্গী সাথী যাবো ছেড়ে মায়ার পৃথিবীর রূপ যে এমন ও-মন তুই হইলে না সাধন। ।

মনের ঘরে বৈদেশি বাতাস ভাটি-উজানে মনের সন্ন্যাস আমার ভেতর এই যে আমি কোন আমি-রে করবো সাধন আমি এখন খুঁজতে থাকি দেহের নিরজন ও-মন তুই কেনো হইলে না দেহের সাধন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।