আমাদের কথা খুঁজে নিন

   

সি তু সাভে... যদি তুমি জানতে..., (জনৈকা ফরাসীনি কে...)

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ।।

সি তু সাভে, মাদমোয়াজেল ঊ জ্য তে ম্যান... যদি জানতে তুমি, প্রিয় সুন্দরী কসম; যদি জানতে কোথায় নিয়ে চলেছি তোমাকে- এক ফালি রোদ্দুর; এমন জ্যামিতিক মসৃন আনুপাতিক; নিরুপায় প্রার্থনার মতো তোমার জলপ্রপাতের কিনারায়; সোনালু ফুলের মতো গুচ্ছ গুচ্ছ ঝুলে থাকা চুলে মিষ্টি করে দিলো ছুঁয়ে; আর ঠিক সে লগ্নে হাইড র্পাক কর্ণারের সদা ব্যস্ত লাল চক্ষু ট্রাফিক জ্বলে উঠতেই ; দোতলা বাসটি মৃদু ঝাঁকুনি খেলো এবং হা বিধাতা! তোমার সোনারঙা চুলে বিটোফেন ছন্দে কোমল নেচে গেলো সুবাসী রোদ্দুর... জলজ্যান্ত রাজপথ হঠাৎ উদ্দাম পদ্মা ছলাৎ ছলাৎ ঢেউ গুলো তীরে এসে বারবার; তীব্র ছন্দে বলে যায় মাঝদরিয়ার কথা; সেখানে দাঁড়হীন পালহীন অচিন নৌকা ভাসে পাটাতনে পদ্মের মতো তুমি ফুটে আছো; প্রিয় সুন্দরী; আকাশ ভাঙা সজীব রোদ্দুরে আর পদ্মার আয়েশী দোলায়- সে কি ঝিকিমিকি তোমার খোলা চুলে; এই যে কলমীলতা পদ্মকুঁড়ির জল; নেয়ে উঠলে বুক সমান থাকলে ডুবে ভরা বর্ষনে ঢের তুমি সুগন্ধী হবে। সুনীল চোখে শ্রাবণের আসা যাওয়া সোনা অংগে ভাঁটফুল কাশবনের মন্দ্র-সপ্তক একটানা দীর্ঘলয়ে মিশে গেছে দূর দিগন্তে। মাদমোয়াজেল, মাছরাঙা রঙা শাড়ী বাতাসে দুলিয়ে যেন তুমি ধান কাউন সরিষার বিপুল বিস্ময়ের মধ্য দিয়ে নগ্ন পায়ে ঘাসের বুকে আদর ছড়াতে ছড়াতে চলে যাচ্ছ ভিন গাঁয়ে; গাঁয়ের পর গাঁয়ে। তোমাকে দেখে থমকে দাঁড়ালো ডালে কাঠঠোকরা ফিঙে দোয়েল; এক ঝাঁক হরিয়াল পালক ছড়াতে ছড়াতে তোমাকে বরণ করে নিলো কুমড়ো ফুলের দেশে; রাতুল গালের আভা রাঙিয়ে নিয়েছো আরো কামনার চে' তীব্র বট ফলের রূপে; দু'টো ফড়িং বোরের ভারী গুচ্ছে লুকিয়ে তোমাকে একবার দেখে নিয়ে আরো কমনীয় হলো। যেন তুমি ; (প্রিয় সুন্দরী), অঢেল বৃষ্টিতে অকস্মাৎ কালবোশেখের আকাশ চেরা বিদ্যুতে বহুক্ষন; সুশোভন বিন্যস্ত অংগে প্রতংগে নিয়েছো করে স্নান; বিদ্যুৎ ঝলক ছাড়া কোন জল উপযুক্ত তোমার স্নানের ঘরে? মেঘে মেঘে গুরু গম্ভীর গর্জনে কালিদাসের মেঘমল্লার নাচে মত্ত তোমার রাঙা পায়ে; কত বন-ময়ূরী নেচে গেলো ঝম্ ঝম্ তালে তালে; রঙধনু পাখনা খুলে দুর্দান্ত মুদ্রায় তোমাকে ছুঁয়ে গেলো বার বার... যদি তুমি জানতে সি তুমি সাভে, মাদমোয়াজেল যদি জানতে, যেখান নিয়ে চলেছি তোমাকে মনে মনে; খোদার কসম; যদি জানতে- ঐ রূপসী দেশটার চেয়ে আর কোন ভূগোলে তুমি চাইতে না রোদ বৃষ্টি ঝড় জলের আশ্রয়... ০২/০৩/২০০৮ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত La Ballerina by Edgar Degas )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।