চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷
দেশ-বিদেশ
মতিউর রহমান
বিদেশে দেখি সরকারের চমৎকার সুশাসন, সবকিছু কেমন শুসৃঙ্কল
মানুষের সম্মান আর সামাজিক শান্তিই জনগনের সবচেয়ে বড় সম্বল;
অন্যায়ের প্রতিবাদে কিংবা আইনি লড়াইয়ে কারো ভয় নেই কিঞ্চিত,
আদালতের কাঠগড়ায় সেদেশে ছোট-বড় অপরাধীর সাজা সুনিশ্চিত।
বিদেশের সাথে আমার দেশের তূলনা করে হয়না অশ্রু-সংবরণ
দিনরাত ভাবি আমাদের পরিবর্তন আসবে কি, এবং কখন?
সেদেশে রাজনীতিবিদরা দেখায়না খামোকা দাপট, করেনা আস্ফালন।
আমার দেশের নেতা-নেত্রীদের কারণেই হয়েছে মানুষের মরণ;
নির্বাচনের আগে তারা বাড়ি-বাড়ি ঘুরে করে ফাঁকা অঙ্গীকার,
আর ছল-চাতুরীর খেলায় চেনা ঠকবাজরা জয়ী হয় বারবার।
অথচ ভোটের পর তারা ব্যস্ত শুধু লুটের ভাগ-বাটোয়ারা নিয়ে
আর নিরীহ মানুষদের ভীত-সন্ত্রস্ত রাখে সন্ত্রাসীদের বন্দুক দিয়ে;
ঘুষ-ছিনতাই-খুন-টেন্ডার-চাদাবাজি সবই হয় তাদের ইশারায়,
কেউ কথা বললেই তারা সাদামাটা মানুষদের দু-গালে চাপড়ায়।
চাই, চাই এর সমাধান - দেশে-বিদেশে সবাই এক হয়ে,
চালাবো সংগ্রাম জীবন বাজিধরে ঐসব দুর্নীতিবাজদের দিতে হটিয়ে;
চলো সবাই লাথি মেরে ফেলে দিই ঘুনে-ধরা সব রাজনীতির দল
মুষ্ঠাঘাতে ভেঙ্গে ফেলি মানুষ মারার এই ধ্বংসকারী দানব-কল।
গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র চালিয়ে আমরা দেশকে হতে দেবোনা পিষ্ট,
লিখবো রাজনীতির নতুন অধ্যায়, গড়ব আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র।
জনতার কাতার থেকে আসবে যোগ্য নেতা, শক্ত হাতে ধরে কান্ডারী;
সে নেতা-ই দেখাবে উন্নতির নতুন দিগন্ত, হয়ে জাতির আলোর দিশারী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।