SA Games এর point system বদলানো দরকার।
শুধু মাত্র সোনার সংখ্যার উপর ভিত্তি করে স্থান নির্ধারণে আমার আপত্তি আছে। সোনা যারা জিতে তারা কষ্টকরে জিতে আর রুপা ও ব্রোন্জ যারা জিতে তারা কি কষ্ট না করে এমনি এমনি পেয়ে যায় নাকি????? তাহলে তাদের কষ্টের মূল্যায়ন হবে না কেন????
বাংলাদেশ এতগুলো পদক পেয়ে ও ৩য় কিন্তু পাকিস্তান শুধুমাত্র সোনা বেশি জিতেছে বলে ২য় হবে তা মেনে নেওয়া যায় না।
এর চেয়ে
১। সোনার জন্য = ৭ পয়েন্ট
২। রুপা = ৫ পয়েন্ট
৩। ব্রোন্জ = ৩ পয়েন্ট
হওয়া উচিত।
এভাবে পয়েন্ট যোগ করে যাদের পয়েন্ট বেশি তাদের ই পয়েন্ট টেবিলে উপরে থাকা উচিত বলে আমি মনে করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।