আমাদের কথা খুঁজে নিন

   

SA Games এর point system বদলানোর আবেদন



SA Games এর point system বদলানো দরকার। শুধু মাত্র সোনার সংখ্যার উপর ভিত্তি করে স্থান নির্ধারণে আমার আপত্তি আছে। সোনা যারা জিতে তারা কষ্টকরে জিতে আর রুপা ও ব্রোন্জ যারা জিতে তারা কি কষ্ট না করে এমনি এমনি পেয়ে যায় নাকি????? তাহলে তাদের কষ্টের মূল্যায়ন হবে না কেন???? বাংলাদেশ এতগুলো পদক পেয়ে ও ৩য় কিন্তু পাকিস্তান শুধুমাত্র সোনা বেশি জিতেছে বলে ২য় হবে তা মেনে নেওয়া যায় না। এর চেয়ে ১। সোনার জন্য = ৭ পয়েন্ট ২। রুপা = ৫ পয়েন্ট ৩। ব্রোন্জ = ৩ পয়েন্ট হওয়া উচিত। এভাবে পয়েন্ট যোগ করে যাদের পয়েন্ট বেশি তাদের ই পয়েন্ট টেবিলে উপরে থাকা উচিত বলে আমি মনে করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।