স্টুডেন্ট ভিসা নিয়ে বিদেশীদের ব্রিটেইন পড়তে আসার সুযোগ ব্যাপকভাবে কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেইন। স্টুডেন্ট ভিসা ব্যাপক অপব্যবহার ঠেকানোর লক্ষ্য থেকেই এ-সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানানো হয়েছে। খবর রোববারের। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই 'ভিসা কলেজ' নামে সাধারণভাবে পরিচিত এক শ্রেনীর শিক্ষা-প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া অভিযান চলছে ব্রিটেইনে। এছাড়াও গত সপ্তাহের এক ঘোষণাতে বাংলাদেশ, নেপাল ও উত্তর ভারতের জন্য স্টুডেন্ট ভিসা দেয়া একমাসের জন্য স্থগিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নিয়মাবলী চালু করার জন্য নতুন করে কোন আইন প্রনয়ন করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হৌম অফিসের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন শুরু হবে বলে জানানো হয়েছে। নতুন নিয়মগুলোর মধ্যে কয়েকটি নিম্মরুপঃ
□ নতুন নিয়ম মোতাবেক ইউরৌপীয়ান ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে ব্রিটেইনে পড়তে আসতে চাওয়া শিক্ষার্থীদের ইংরেজী ভাষাতে জিসিএসই পর্যায়ের দক্ষতার প্রমান দিতে হবে; বর্তমানে 'বিগিনার্স লেভেল' দক্ষতা দেখালে স্টুডেন্ট ভিসার আবেদন করা যায়।
□ ব্রিটিশ তরুনদের জন্য কাজকর্মের সুযোগ উন্মুক্ত রাখার লক্ষ্যে পরিবর্তন আনা হচ্ছে স্টুডেন্ট ভিসাধারীদের কর্ম-ঘন্টার সুযোগের ক্ষেত্রেও। নতুন নিয়মে, যারা বাইরে থেকে 'ডিগ্রী লেভেল' এর নীচে যারা পড়তে আসবেন তারা সপ্তাহে ১০ ঘন্টা কাজ করার অনুমতি পাবেন।
বর্তমানে এদের জন্য সপ্তাহে ২০ ঘন্টা কাজের অনুমতি আছে।
□ ছয় মাসের কম মেয়াদী কৌর্সে পড়তে আসা লোকেরা কোনভাবেই তাদের 'ডিপেনডেন্টদের' ব্রিটেইনে নিয়ে আসার অনুমতি পাবেন না। এছাড়াও ডিগ্রী লেভেল এর নীচে পড়তে আসা শিক্ষার্থীদের 'ডিপেনডেন্টরা' ব্রিটেইনে এসে কাজ-কর্ম করার অনুমতি পাবেন না।
□ সরকারের নতুন রেজিস্টারে যেসব প্রতিষ্ঠানের নাম তালিকাভূক্ত থাকবে শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া লোকেরাই ডিগ্রী লেভেলের নীচে পড়তে আসার জন্য স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://portal.ukbengali.com/?q=node/442
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।