আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
এই পিকচারটা অনেক আগেই আমি একটা পত্তিকাতে দেখেছিলাম আজকে হঠাৎ অজানা কোনো এক কারণে আমার এই ছবিটার কথা মনে পড়ে যায় তারপর নেটে সার্চ দিয়ে ছবিটা বের করলাম । এই ছবিটা হচ্ছে বিশ্বের বিখ্যাত এবং পৃথিবী কাপানো ছবিগুলোর মাঝে একটা। এই ছবিটা তুলেছিলেন ফটোগ্রাফার Kevin Carter ।
Kevin Carter এই ছবিটি তুলেছিলেন ১৯৯৪ সালে সুদানে জাতিসংঘের খাদ্য গুদামের কাছে। ছবিটার মানে কি জানেন ??
শকুনটা অপেক্ষা করছে ছোট্র শিশুটার মৃত্যুর জন্য কারন মৃত্যুর পর শকুনটা এই শিশুটার শরীরের মাংশ খাবে
এই ছবিটা তখন সারাদুনিয়াতে আলোড়ন তুলেছিল তবে শিশুটার শেষপরিণতি কি হয়েছিল তা কেউ জানতে পারেনি এমনকি Kevin Carter ও না।
এই ছবিটা Pulitzer Prize পেয়েছিল। ফটোগ্রাফার Kevin carter এই ছবিটা তোলার ৩ মাস পর সুইসাইড করে মারা গিয়েছিল । পরে জানা গেছে ছবিটা তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন এবং এই কারনেই তিনি সুইসাইড করেন।
অনেকেই এই ছবিটা দেখে অবাক হবেন মন খারাপ করবেন কিন্তু এই রকম হাজার হাজার শিশু আজ বিশ্বের বিভিন্ন দেশে যেমন সুদান ইরাক আফগানিস্তানে মারা যাচ্ছে মারা যাচ্ছে না খেয়ে পেটের খিদায় ৪/৫ ঘন্টা ছটপট করতে করতে বা বোমার আঘাতে রক্তাক্ত হয়ে কল্পনা করতে পারেন ব্যাপারটা ??
আমার ব্যক্তিগতভাবে ছবিটা দেখার পর অনেক খারাপ লেগেছে। আপনাদের মন্তব্য আশা করছি।
সবাই ভাল থাকবেন আর অসহায় দুস্হ মানুষের পাশে থাকবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।