বই কেনার সময় পড়বো, উপহার দেবো মনে করে কেনা হয়। বই কিনেই পড়তে বসে যান অনেকে। কেউ কেউ পরে পড়েন। কিন্তু যারা কিনেন, রাখেন আর ভাবেন পরে পড়বো, অনেকের সেই পরবর্তী সময় আর আসে না। বই জমতে থাকে।
অনেক বইয়ের প্যাকেট ও খোলা হয়না। যখন পড়বো, তখন খুলবো। নোংরা, ধুলা, তেলাপোকার ডিম, বইকাটা পোকা সব জমতে থাকে। আজকাল বাসাও এত বড় নয়। এদের আলস্যও যায় না, সময়ও হয় না।
তাই ইচ্ছে হলো বই কিনলাম, বাসায় বিরক্তির কারন হলাম এমন যেন না হয়। এতে মন খারাপ হবে অহেতুক উভয়ের। মন ভালো, পরিবেশ ভালো। অল্প অল্প ভালো বই কিনি, সময় হলেই পড়ি, অলসতা ত্যাগ করি, নিজেই গুছিয়ে রাখি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।