আমাদের কথা খুঁজে নিন

   

বই-বসন্তে ব্লগাড্ডা ! চোখ রাখুন এনটিভি'র পর্দায়... রাত সাড়ে এগারোটায়

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

আপনার টেলিভিষনটি ঠিকঠাক আছে তো? টিভি-রিমোটটি কাজ করছে তো? জানতে চাইছি এই জন্যই যে, এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ পড়ন্ত বিকেলে গুটিকয়েক ব্লগার যখন তুমুল খুনসুটিতে মেলাপ্রাঙ্গন রীতিমত কাঁপিয়ে তুলছিলেন, সেই সময় তারা ধরা পড়ে যান এনটিভি'র কৌতূহলী ক্যামেরায়!!! এরপর তো এনটিভির লোগোওয়ালা মাইক্রোফোনবাহকের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হতে থাকেন আমাদের নন্দিত-নিন্দিত ব্লগাররা। তবে তারা একেকজন পোড়খাওয়া ব্লগার। কাঠখড় পুড়িয়ে ব্লগিং করছেন । ব্লগের পাতা কামড়ে পড়ে রয়েছেন বছরের পর বছর ধরে। ভার্চুয়্যাল জগতে হৈ চৈ ফেলে দেয়া এমনতর ব্লগারদের সাথে বাস্তব জগতের কারোরও পেরে ওঠার কথা নয় এতো সহজে! এক্কেবারে চিরাচরিত ভঙ্গিমায়, নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আমাদের চেনা-জানা ব্লগারদের একেকজন তুলে ধরেছেন ব্লগ-সংস্কৃতিকে। মানে ব্লগ কী ? কাকে বলে? ব্লগ-রহস্যের সংজ্ঞাসহ উদাহরণ পেশ করেছেন তারা। আপনারাও কেউ ছিলেন নাকি সেসময় আশেপাশে ? নাকি আজকে বইমেলা যাওয়াই হয়নি !!!!! চিন্তা নেই ! ঠিক ঠিক শুনে নিন ব্লগারদের ব্লগর-ব্লগর -- বই-বসন্ত (বইমেলা নিয়ে রাতের খবরের একটি বিশেষ অংশ) চ্যানেল : এনটিভি সময় : ১১:৩০টা আজকের ব্লগর-ব্লগরে মেতেছিলেন ব্লগার কৌশিক, ব্লগার মঞ্জুরুল হক, ব্লগার অন্যমনস্ক শরৎ, ব্লগার তনুজা। আগে দেখুন; তারপর কে কী বললো তা নিয়ে ব্লগে আবারো খুনসুটিতে মেতে উঠুন। -------------------------- যাদের টিভি সমস্যা, বা চ্যানেল সমস্যা তাদের জন্য এই সাময়িক লিংকটি - http://www.justin.tv/sakictgbd#r=04X5vqg ------------------ কৃতজ্ঞতা স্বীকার: লিংকটির জন্য টেকি-সহায়তা করেছে ব্লগার সাইফুর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।