আমাদের কথা খুঁজে নিন

   

বাম পকেট আমার বিট গুনে গুনে বলে দেয় আমি কেমন আছি!

হাতের লেখা ভালো, চেহারা ভালো না

যার যার আমার পাশে থাকার কথা ছিল তারাতো থাকেইনি আর যে থাকার কথা দিয়েছিল সেও নেই দুরে সরে গেছে দুরে সরে যাবার সময় বলেও যায়নি তার সরে যাওয়া সে জানে কিনা তাও জানিনা। এই সরে যাওয়া-আসা'র খবর তার জানা না থাকলেও আমার সব গুলো শার্টের বাম পকেট ঠিকই টের পাচ্ছে বাম পকেট আমার বিট গুন গুনে বলে দেয় আমি কেমন আছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।