আমাদের কথা খুঁজে নিন

   

চরম পত্র | একটি রসালো আয়োজন, সত্য লুকানো থাকলে আমার দোষ নাই কইলাম

আমি খুব আশাবাদী মানুষ | অল্প আলোতেও গাড় অন্ধকার দূর করার স্বপ্ন দেখি | তাইতো তাই খুব বেশি হতাশ হই, জানিনা এই হতাশার শেষ কোথায় এক বেবসাই দল যুদ্ধ অপরাধীদের বাচানোর জন্য কয়েক হাজার কোটি টাকা ঢেলেছে সারা বিশ্বে| আন্তর্জাতিক লবিস্ট নিযোগ করেছে, তাতেও বহু টাকা লেগেছে | এগুলো কি আমার দেশের টাকা না? সে কথা বাদ দিলাম | যদি রাজাকারদের সাজা হয় তাহলে এই যে বিনিয়োগ, তার পুরোটাই লস | লস তো ঠেকাতে হবে বেবসাইদের | আর বেবসাতে লস ঠেকানোর জন্য তারা কি না করে থাকে| একবার এক সিগেরেট কোম্পানি অন্য কোম্পানিএর সব সিগেরেট কিনে ডেম করে আবার বাজারে ছেড়েছিল | বোঝেন ঠেলা, সিগেরেট এর নাম তো গেল, কোম্পানিও বসার অবস্থা |যাক ফিরে আশি মূল কথায়, আন্তর্জাতিক লবিস্ট আর যারা যারা পয়সা নিয়েছেন তারা আবার নিমক হারামি করেননি| তারা আমাদের মহামান্য রাজাকারদের সারা বিশ্বের মাথার উপর বসায় দিছে|রাজাকাররা এখন ফুলবাবু, মাসুম বাচ্চা| তয় পয়সা কিন্তু হালাল | বাদ দেন পয়সা, বহুত আইবো যায়বো| এদিকে আমাদের ভিতু সরকার (যারা কুত্তার ঘেউ শুনলেই মুতে দেয়) তারা নাকি আন্তর্জাতিক চাপ আর তথাকথিত বৈদেশিক সাহায্য বন্ধ হবার চাপ এ রাজাকারদের ফাসি দিতে পারছিলনা, এই চাপ নাকি পায়খানার চাপ এর চেয়েও বেশি| আমি বলি, পায়খানা ৭ দিন বন্ধ করে দেখেন, চাপ কি জিনিস| বাদ দেন চাপা চাপি, গন্ধ বের হচ্ছে| চাপা চাপি বাদ দিলাম, কিন্তু আমাদের তথাকথিত সরকার প্রণীত বিচার বেবস্থা দিল তো কাদের মোল্লারে বাচাইয়া | ওই শালা রাজাকার আবার V দেখায় |তাতে যা হলো বেবসাইরা কিছুটা লাভের মুখ দেখা শুরু করলো| আমরা তো ভাই রক্ত মাংসের মানুষ, রক্তে আগুন ধরে গেল, লাগলো শাহবাগ এ কেচাল, ওরা তো বেবসাইরে তার লাভ দিব না| বেবসাইরা চিন্তা করলো একটা প্রজেক্ট না হয় লস এ গেল, বাকি গুলান থেকে উসুল কইরা নিমু নে| নাছর বান্দা শাহবাগ বেবসাইর বেবসা ধৈরা টান দিল, আর তো চুপ থাকা যায়না| বেবসাইরা ফন্দি অটল, ধর্ম ভিরু বাংলার সাধারণ মুসলমান এর কাছে নাস্তিক হলো নর পিশাচ, পশু| বুইঝেন কইলাম... বেবসাইরা শাহবাগে কিছু কিতাব আগুনে পুড়ানোর চেষ্টা করছিল| মেন হোল (!!) এ পইরা তার সব ভেস্তে গেল| বুইঝা লন......| তা হইলে ভালই হত, খুন খারাবি ছাড়াই আস্তিক নাস্তিক এর মারামারি শুরু হয়ে যেত| তার পরের ঘটনা তো সবাই জানেন, আন্দোলনকারীদের মধ্যে নাস্তিক বেছে বের করা হলো, তাকে মিডিয়াতে আনার সহজ উপায় খুন করা, তখন আন্দোলনকারীরাই ওই মৃত নাস্তিককে মিডিয়াতে আনবে, আনলোও তাই| বেবসাইদের কেল্লা ফতে, আস্তিক নাস্তিক এর মারামারি শুরু| আর ওই দিকে রাজাকাররা নাক ডেকে ঘুমায়| বাদ দেন, ওরা ঘুমাক, ওদেরকে চিরতরে ঘুম পাড়ানোর জন্যই তো এত কিছু| ওরা ঘুমালেও সুশীল সমাজ আর মোল্লা সমাজ এর তো ঘুম নাই| উনারা দুই বেবসাইর দুই যোদ্ধা, কেউ আছেন ইহকাল এর আশায় আর কেউ পরকাল| উনারা দুজনই কিছুদিন এর মধ্যে কাজে নেমে যাবেন, কেউ বড় বড় বুলি আওরাবেন খোচরের মত আর কেউ শান্তির ঘর থেকে বের হয়ে ইহকাল অশান্ত করবেন পরকাল এর আশায়| ভাই, নামাজ তো আমিও পরি, একসময় মসজিদে আজানও দিছি| আমাদের গ্রামের মসজিদ বানানোর সময় লেবার এর মত কাজ করছি| আমিওতো মুসলমান| আমার মত অরাজনৈতিক মুসলমান এর সংখ্যা এদেশে ৫৫%| বাদ দেন আমাদের এই আবাল জনগোষ্ঠীকে| আমাদেরকে তো সবকিছু থেকেই বাদ দিলেন, তয় শোনেন, সরকারকে বলতেছি, এখনো রক্ত গরম করতে চুলায় দেকচি দিয়া তার উপর বসতে হয়না, ইসলামী দল বন্ধের পায়তারা বন্ধ করেন, রাজাকারদের ফাসি দেন, ৭১এর মানবতাবিরোধী দলকে বিদায় করেন| না পারলে স্বচ্ছ গণভোট দেন, জনগণ রায় দিয়া দিব| ঐদিকে এক বেবসাই দল তো যুদ্ধ অপরাধীদের বাচানোর জন্য কয়েক হাজার কোটি টাকা ঢেলেছে সারা বিশ্বে| আন্তর্জাতিক লবিস্ট নিযোগ করেছে, তাতেও বহু টাকা লেগেছে | এগুলো কি আমার দেশের টাকা না? সে কথা বাদ দিলাম | যদি রাজাকারদের সাজা হয় তাহলে এই যে বিনিয়োগ, তার পুরোটাই লস | লস তো ঠেকাতে হবে বেবসাইদের | আর বেবসাতে লস ঠেকানোর জন্য তারা কি না করে থাকে| একবার এক সিগেরেট কোম্পানি অন্য কোম্পানিএর সব সিগেরেট কিনে ডেম করে আবার বাজারে ছেড়েছিল | বোঝেন ঠেলা, সিগেরেট এর নাম তো গেল, কোম্পানিও বসার অবস্থা |যাক ফিরে আশি মূল কথায়, আন্তর্জাতিক লবিস্ট আর যারা যারা পয়সা নিয়েছেন তারা আবার নিমক হারামি করেননি| তারা আমাদের মহামান্য রাজাকারদের সারা বিশ্বের মাথার উপর বসায় দিছে|রাজাকাররা এখন ফুলবাবু, মাসুম বাচ্চা| তয় পয়সা কিন্তু হালাল | বাদ দেন পয়সা, বহুত আইবো যায়বো| এদিকে আমাদের ভিতু সরকার (যারা কুত্তার ঘেউ শুনলেই মুতে দেয়) তারা নাকি আন্তর্জাতিক চাপ আর তথাকথিত বৈদেশিক সাহায্য বন্ধ হবার চাপ এ রাজাকারদের ফাসি দিতে পারছিলনা, এই চাপ নাকি পায়খানার চাপ এর চেয়েও বেশি| আমি বলি, পায়খানা ৭ দিন বন্ধ করে দেখেন, চাপ কি জিনিস| বাদ দেন চাপা চাপি, গন্ধ বের হচ্ছে| চাপা চাপি বাদ দিলাম, কিন্তু আমাদের তথাকথিত সরকার প্রণীত বিচার বেবস্থা দিল তো কাদের মোল্লারে বাচাইয়া | ওই শালা রাজাকার আবার V দেখায় |তাতে যা হলো বেবসাইরা কিছুটা লাভের মুখ দেখা শুরু করলো| আমরা তো ভাই রক্ত মাংসের মানুষ, রক্তে আগুন ধরে গেল, লাগলো শাহবাগ এ কেচাল, ওরা তো বেবসাইরে তার লাভ দিব না| বেবসাইরা চিন্তা করলো একটা প্রজেক্ট না হয় লস এ গেল, বাকি গুলান থেকে উসুল কইরা নিমু নে| নাছর বান্দা শাহবাগ বেবসাইর বেবসা ধৈরা টান দিল, আর তো চুপ থাকা যায়না| বেবসাইরা ফন্দি অটল, ধর্ম ভিরু বাংলার সাধারণ মুসলমান এর কাছে নাস্তিক হলো নর পিশাচ, পশু| বুইঝেন কইলাম... বেবসাইরা শাহবাগে কিছু কিতাব আগুনে পুড়ানোর চেষ্টা করছিল| মেন হোল (!!) এ পইরা তার সব ভেস্তে গেল| বুইঝা লন......| তা হইলে ভালই হত, খুন খারাবি ছাড়াই আস্তিক নাস্তিক এর মারামারি শুরু হয়ে যেত| তার পরের ঘটনা তো সবাই জানেন, আন্দোলনকারীদের মধ্যে নাস্তিক বেছে বের করা হলো, তাকে মিডিয়াতে আনার সহজ উপায় খুন করা, তখন আন্দোলনকারীরাই ওই মৃত নাস্তিককে মিডিয়াতে আনবে, আনলোও তাই| বেবসাইদের কেল্লা ফতে, আস্তিক নাস্তিক এর মারামারি শুরু| আর ওই দিকে রাজাকাররা নাক ডেকে ঘুমায়| বাদ দেন, ওরা ঘুমাক, ওদেরকে চিরতরে ঘুম পাড়ানোর জন্যই তো এত কিছু| ওরা ঘুমালেও সুশীল সমাজ আর মোল্লা সমাজ এর তো ঘুম নাই| উনারা দুই বেবসাইর দুই যোদ্ধা, কেউ আছেন ইহকাল এর আশায় আর কেউ পরকাল| উনারা দুজনই কিছুদিন এর মধ্যে কাজে নেমে যাবেন, কেউ বড় বড় বুলি আওরাবেন খোচরের মত আর কেউ শান্তির ঘর থেকে বের হয়ে ইহকাল অশান্ত করবেন পরকাল এর আশায়| ভাই, নামাজ তো আমিও পরি, একসময় মসজিদে আজানও দিছি| আমাদের গ্রামের মসজিদ বানানোর সময় লেবার এর মত কাজ করছি| আমিওতো মুসলমান| আমার মত অরাজনৈতিক মুসলমান এর সংখ্যা এদেশে ৫৫%| বাদ দেন আমাদের এই আবাল জনগোষ্ঠীকে| আমাদেরকে তো সবকিছু থেকেই বাদ দিলেন, তয় শোনেন, সরকারকে বলতেছি, এখনো রক্ত গরম করতে চুলায় দেকচি দিয়া তার উপর বসতে হয়না, ইসলামী দল বন্ধের পায়তারা বন্ধ করেন, রাজাকারদের ফাসি দেন, ৭১এর মানবতাবিরোধী দলকে বিদায় করেন| না পারলে স্বচ্ছ গণভোট দেন, জনগণ রায় দিয়া দিব|

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।