আমাদের কথা খুঁজে নিন

   

~ তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! ~

ভাবতেসি!
তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি, তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল, বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূণ্য অঞ্চল! বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূণ্য অঞ্চল! তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি, তুমিও থাকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! মেঘের মধ্যে রোদ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস, বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস! বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস! তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো! আর্টিস্টঃ কনক ও কার্তিক ডাউনলোডঃ এখানে ক্লিক করুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।