আমাদের কথা খুঁজে নিন

   

TV-র স্পেয়ার পার্টস বদলে হয়ে গেল LCD TV

জীবনকে সহজভাবে দেখার চেষ্টা করি

আমি কয়েকদিন আগে ইত্তেফাকে একটা নিউজ পরলাম,চিটাগাং পোর্টে ৪টা কন্টেইনার ধরা পরছে। এগুলা টেলিভিশনের স্পেয়ার পার্টস বলে আনা হয়। পরে খুলে দেখা যায় এগুলার ভিতরে ফিলিপসের LCD TV। একটা বিষয় যে এই LCD TV গুলির রাজস্ব স্পেয়ার পার্টসের চেয়ে অনেক অনেক অনেক গুণ বেশী। LCD TV কিন্তু শো-রুম ছাড়া এমনি দোকানে বিক্রি হয় না।

আর ফিলিপসের এ দেশী ডিস্ট্রিবিউটর প্রথম আলোর মালিক লতিফুর রহমানের মালিকানাধীন ট্রান্সকম। সুতরাং এটা পরিষ্কার যে কারা করতেছিল এগুলা। আর সাতটি চালানের ভিতর কেবল শেষেরটাই ধরা পরছে। বাকিগুলা নির্বিঘ্নে খালাস হয়ে গেছে। সত্যতা যাচাই এর জন্য প্রথম আলোয় দেখলাম,এরকম আটকের ঘটনা কোথাও নেই।

এরাই আমাদের সাদা মনের মানুষ হতে বলে,আইন কে মানতে বলে। বলে বদলে যাও,বদলে দাও। তবে কারা জড়িত প্রমাণ করা যাবে না,নিশ্চিত। কেননা এম্নিতেই ভূয়া ঠিকানায় আমদানী করা,তার ওপর প্রথম আলোর অনেক লম্বা হাত। সারমর্মঃতারা এমনি বদলাচ্ছেন যে স্পেয়ার পার্টসও,LCD TV হয়ে যাছে।

জয় হো প্রথম আলো Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।