আমার ভিতর আরেক আমি
যদি হঠাৎ তোর ঝাপসা চোখে
রোদের আলো ঝলসে উঠে,
তখন কি আর অমনি করে
তোর মনের জানালা দিয়ে
হাত বাড়িয়ে ধরবে আকাশ।
ধরতে যাবি জোনাকগুলো
রাতের আধাঁর,মাঠ পেরিয়ে
নদীর জলে জোছনা আলোয়
গা ভিজিয়ে উঠবি হেসে।
অমনি করে দুপুর রাতে
কুয়াশা ভেজা ঘাসের উপর
হাটতে যাবি,
ফুলগুলো সব ছড়িয়ে রবে,ধলিয়ে যেতে
তোর রাঙ্গা পায়ের কোমল ছোয়ায়।
শব্দে হঠাৎ উঠবি কেঁপে
বিঁধবে কাঁটা পালিয়ে যেতে,
পারবে কি আর এমন তুমি
লজ্জাবতী যেমন করে
লুকিয়ে রাখে নিজের ভিতর।
যতই ভাবো পালিয়ে যাবে
পারবে কি আর এখন তুমি,
মনের ভিতর সংগোপনে
গড়েছো যে প্রেমের শরীর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।