বাংলাকে ভালোবাসি
আমি প্রায় ২ বছর ধরে Ubuntu ব্যবহার করছি। আর Linux ব্যবহার করছি ২০০৩ থেকে। যেহেতু আমি Linux আর windows ২ টাই একসাথে ব্যবহার করি তাই Wine ব্যবহার করার প্রয়োজন বোধ করিনাই । কিন্তু Ubuntu 9.10 আমার Laptop e সেটআপ দেবার পর মনে হল Wine দরকার। কারন আমার Laptop e শুধু Ubuntu 9.10 আছে। আর Wine যে কি জটিল জিনিষ তা ব্যবহার না করলে বুঝা যাবে না। সবাইকে অনুরোধ করছি Wine সহ Ubuntu 9.10 ব্যবহার করুন।
আমার আইনের ব্লগ: http://www.lawinbd.blogspot.com
আমার আইনের PDF ওয়েবসাইট: http://www.lawinbd.yolasite.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।