তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়
অনেক সময় হাতের কাছে ক্যালেন্ডার না থাকলে খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়। আপনি কাউকে দু মাস পরের একটা তারিখ দিতে চাইছেন, কিন্তু বার না জেনে কিভাবে দেবেন। কম্পিউটারে কাজ করার সময় অবশ্য স্ক্রিনের ডানে নিচে সময়ের আইকন ক্লিক করে একটা ক্যালেন্ডারও পাওয়া যায়। কিন্তু অন্য সময়, ধরুন আড্ডায় বা রাস্তায়, এটা বিড়ম্বনা হতে পারে, বিশেষ করে যখন অন্য কোন বছরের তারিখ নিয়ে প্রশ্ন ওঠে।
কিছুদিন আগে এই ব্লগেই এক ম্যাথেম্যাজিশিয়ানের অন্য অনেক ক্ষমতার মধ্যে দ্রুত বার বলে দেয়ার পারদর্শিতাও দেখলাম।
Click This Link
বর্গ বা গুণ করার ব্যাপারটা বেশ অভ্যাসের ব্যাপার, সংক্ষিপ্ত নিয়ম এবং ট্রিক্স থাকা সত্ত্বেও। কিন্তু বার নির্ণয়ের ব্যপারটা খুবই সহজ এবং ১৫ মিনিটেই সবাই আয়ত্ত করতে পারেন। অনেক পদ্ধতি থাকতে পারে। আপনি নিজেই নিজের কাছে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি তৈরী করে নিতে পারেন। নিচে আমারটা দিলাম।
_________________________________________
প্রথমে সবচেয়ে শক্ত অংশটা দিই। নিচের মাসের সূচকের তালিকাটা কোনভাবে মুখস্থ করতে হবে।
জা-০, ফে-৩, মা-৩, এ-৬, মে-১, জুন-৪, জুল-৬, আ-২, সে-৫, অ-০, ন-৩, ডি-৫
এটা সহজে মুখস্থ হয়ে গেলে পরের কিছুটা জটিল 'স্মৃতি-সহায়ক' ব্যবহারের প্রয়োজন নেই।
__________________________________________
আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হওয়াতে আমি নিচের নিমনিক ব্যবহার করেছি প্রথমে, পরে আর লাগে নিঃ
জানুয়ারি প্রথম মাস, তাই ০ দিয়ে শুরু । অক্টোবর ইংরেজী O দিয়ে শুরু , সেটাও ০
------------
মে দিবস [অথবা ইংরেজি 'মে আই?' মনে রাখা যায়] মে => ১
------------
'আ' দ্বিতীয় স্বরবর্ণ, তাই আগস্ট => ২
------------
তিন পর্বে (নারী) জীবন - মঞ্জুরুল ইসলামের গল্প থকে থার্ড পার্সন সিঙ্গুলার।
ফেমিনাঃ ৩, অর্থাৎ ফেবরুয়ারি, মার্চ, নভেম্বর =>৩
আসলে নুসরাত (তিশা), আর মোশাররফের মধ্যে নভেম্বর আর মার্চের গন্ধ আছে, কিন্তু তপু এই ফর্মুলায় ফেল (মানে ফেব?)
('ফেল মারসে নোভা তিনবার' জাতীয় কিছুও মনে রাখা যায়)
------------
জুনিয়রে চার অক্ষর। জুন=>৪
------------
পাঁচ মিলিগ্রাম সেডিল ট্যাবলেট => সেপ্টেম্বর, ডিসেম্বর = ৫
------------
আবেদনময়ী দুই মেয়ে - এপ্রিল ও জুলি => 6
____________________________________________
মুখস্থের পালা শেষ। বাকিটা সহজ।
যোগ করুন -
১। শতাব্দী সূচকঃ ১৯০০-১৯৯৯ => + ১
২০০০-২০৯৯=> ০
২।
বছর সূচক = শেষ দুই অংককে ৪ দিয়ে ভাগ করে ভাগফল + ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ। যেমন ১৯২৫ থেকে ২৫; সেখান থেকে ৬ ( ৪ দিয়ে ভাগফল) + ৪ (৭ দিয়ে ভাগশেষ)।
তবে বছর ৪ দিয়ে পূর্ণ বিভাজ্য হলে, এবং তারিখ ১ মার্চের আগে হলে ১ কমাতে হবে।
৩। মাস সূচক (মুখস্থ তালিকা থেকে)
৪।
তারিখ
_________________________
১+২+৩+৪ এর যোগ করার সময় ধারাবাহিক যোগ ফল যে কোন সময় ৭ এর ওপরে উঠলেই ৭ (বা তার গুণীতক) বিয়োগ করে দেয়া যাবে। অথবা একবারে যোগফলকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ রাখা যায়।
এটাই ঐ তারিখের বার।
০= শনি, ১= রবি , ..., ৬= শুক্র।
_________________________
উদাহরণঃ
২৬ মার্চ ১৯৭১ => ১ [শতাব্দী] + {(১৭=৩) +১ = ৪ [বছর]} + ৩ [ মাস] + {২৬=৫ [দিন]} = ১৩=৬ = শুক্র
১৫ আগস্ট ১৯৭৫ => ১+ [(১৮=৪)+৫= ২]+ ২+ (১৫=১)= ৬ = শুক্র
৩০ মে ১৯৮১ => ১+ [(২০=৬)+৪= ৩] + ১+(৩০=২)=৭=০ = শনি
১ জানুয়ারি ২০০০ => ০+[(-১ {১ মার্চের আগে}+০)] + ০+ ১= ০ = শনি
৫ ফেব্রুয়ারি ২০১০ => ০+[২+৩=৫] + ৩+ ৫ = ৬ = শুক্র
________________________
২০১০ সালের জন্য শতাব্দী ও বছরের সূচক মিলে মান = ০+ [২+৩] = ৫
সুতরাং বর্তমান বছরের জন্য শুধু মাসের সূচক আর তারিখের সাথে ৫ যোগ করলেই চলবে।
আপনার প্রিয় মানুষটির ২১তম জন্মদিন বা আপনাদের ৫০তম বিবাহ বার্ষিকী কি বারে ? কয়েক সেকেন্ড লাগবে, মনে মনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।