প্রযুক্তিকে ভালোবাসি। সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
শিক্ষাঙ্গনের সাম্প্রতিক ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বললেন, এটা কোনো ব্যাপার না, এমন ঘটতেই পারে।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে তিন মন্ত্রণালয়ের এক সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
তার কাছে জানতে চাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের নিহত হওয়াসহ সারাদেশে কলেজ ভর্তির ক্ষেত্রে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকার কী ভাবছে।
জবাবে সাহারা বলেন, "এসব বিচ্ছিন্ন ঘটনা।
এটা কোনো ব্যাপার না। এমটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি সেটিই বড় বিষয়। "
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সমন্বয় বৈঠক করে। এতে আইনমন্ত্রী শফিক আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিতি ছিলেন।
শিক্ষাঙ্গনে সহিংসতা দমনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "অপরাধীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই নেওয়া হচ্ছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ভর্তি বাণিজ্য যা-ই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। "
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়।
এছাড়া ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজে চাপ প্রয়োগ করে ভর্তির অভিযোগ এনে জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
বৈঠক প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "দেশের বাইরে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের কীভাবে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে একটি সমন্বয় বৈঠক হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, খুনিদের অবস্থান চিহ্নিত করে কূটনৈতিক চ্যানেল, ইন্টারপোল অথবা সমঝোতার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। "
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, "১৯৯৬ সালে খুনিদের ফিরিয়ে আনতে আমরা এই তিন মন্ত্রণালয়ের একটি সমন্বয় সেল গঠন করেছিলাম। তেমনি এবারও তা করা হচ্ছে। সমন্বয়ের মাধ্যমে আমরা কাজটা করতে চাই। "
সূত্র:বিডিনিউজ ২৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।