আমাদের কথা খুঁজে নিন

   

পথ চলতে পথ চলতে...কখনো পিছু থমকে...

......

ইউনিভার্সিটি জীবনের শেষ ক্লাসটাও শেষ হয়ে গেল। ভেবেছিলাম কষ্ট লাগবে, কান্না পাবে, মনে হবে শেষ কেন হয়ে যাচ্ছে, আরো করতে চাই। অবাক হয়ে গেলাম, কিছুই লাগলো না, কিছু মনেও হলো না। বরঞ্চ মনে হলো পাঁচ ঘন্টা ক্লাস করার থেকে দুই ঘন্টা করে, ক্লাস ফাঁকি দেওয়ার আনন্দই অনেক বেশি। জানি ক্লাসগুলোকে মিস করব, কারণ ক্লাসে আর ঘুমাতে পারব না , না ক্লাসে স্যারকে আর বাকিদের জ্বালাতন করতে পারব , পারব না অত্যন্ত চুপচাপ গুরুগম্ভীর ক্লাসে আওয়াজ করে কাগজ ছিড়ে চিরকুট লিখে বন্ধুদের দিতে আর মাথা নিচু করে হাসতে! আর পারব না ক্লাস ফাকি দিতে।

ক্লাস ফাঁকির আনন্দই আলাদা, কি উত্তেজনা, ক্লাসের সময়ে স্যারের চোখকে ফাঁকি দিয়ে দৌর দিয়ে ক্লাস পালানোতে! এর মধ্যে কি এক বিজয়ের স্বাদ! শেষ হয়ে গেল অকারনে বসে থাকা, অকারনে হাসা, অকারনে আড্ডাবাজি, অকারনে চিৎকার,অকারনে রেগে যাওয়ার দিনগুলি। শেষ হয়ে গেল যা ইচ্ছা তাই করার দিনগুলি। সব শেষের মধ্যেইতো একটা কষ্ট আছে, আবার আছে নতুন কিছু শুরু হবার আশা। শেষ আর শুরুর মাঝে কেমন জানি একটা অনিশ্চয়তা, যদিও প্রতিটা মুহুর্তের মধ্যেই আছে অনিশ্চয়তা, কিন্তু ছুটে চলা সময়ের মাঝে এই অনিশ্চয়তার যন্ত্রনাটা কম, যা প্রকট হয়ে উঠে কিছু শেষ আর শুরুর মাঝের সময়টাতে। এটাই জীবন।

অনিশ্চয়তার মাঝে নিশ্চয়তার খোজে এগিয়ে চলা, যা খুজে পাওয়ার কখনোই কোনো সম্ভবনা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।