আমাদের কথা খুঁজে নিন

   

বা!! এবার বিসিএফরা বাংলাদেশের সীমান্তে ঢুকে ১ বিডিআরকে গুলে করে টেনে হেচড়ে নিয়ে গেছে।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বৃহস্পতিবার গুলিতে আহত এক বিডিআর সদস্যকে ভারতীয় সীমান্ত রক্ষীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নায়েক মুজিবুর রহমানকে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। ২১ রাইফেলস ব্যাটালিয়নের প্রধান (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে জৈন্তাপুর সীমান্তের ১২৮৩-১২৮৪ নং পিলার সংলগ্ন বাংলাদেশের ভূমির প্রায় ৫০ মিটার ভেতরে ঢুকে পড়ে বিএসএফ'র ১৫-২০ জনের একটি দল। "তারা ২ রাউন্ড গুলি ছোড়ে। এরপর পায়ে গুলিবিদ্ধ মুজিবুরকে ধরে ওপারে নিয়ে যায়।" লেফটেন্যান্ট কর্নেল জহির বলেন, এ বিষয়ে পতাকা বৈঠক আহবান করা হলেও দুপুর পর্যন্ত বিএসএফের সাড়া মেলেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৪১০ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।