আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাছিনাঃ বুইঝা চলো, এই দিন দিন না - আরো দিন আছে... ইতিহাস থেকে শিক্ষা নাও



বাপের নাম ভাঙ্গায়ে, হিজাব পরিধান করে, কান্নাকাটি কইরা, চাল নিয়া রাজনীতি কইরা, যুদ্ধাপরাধীদের বিচারের কথা কইয়া ২ বার ক্ষমতায় আসছো...কিন্তু দেশের মানুষ যদি বিরক্ত হয়, তাইলে কি হইতে পারে সেটার প্রমান ভালো মতই দেখছো... মানুষ অতিষ্ট না হইলে ২/৩ অংশ ভোট দিতো না ২০০১ এ বিএনপি - জামাতী'দের এবং ২০০৯ এ তোমাদের... ২০০৯ এ যতটা না নিজেদের কারণে জিতছো, এর চেয়ে বেশি ছিলো বিএনপি এর উপর মানুষের অতিষ্ট হয়ে যাওয়া...এই বিএনপি'রে কিন্তু মানুষ ২০০১ এ ইচ্ছা মতো ভোট দিছে... নিজের পোলাপানরে (ছাত্রলীগ) সামলাও...তোমার বাবা তথা আমাদের আব্বারেও কিন্তু এইসব লোকজন আলাদা কইরা রাখছিলো দেখে তার এমন পরিনতি হইছিলো... দেশের মানুষের কথা চিন্তা করো...দেখবা দেশের মানুষও তোমারে দেখবে...দেখতে দেখতে আরেক নির্বাচন আইসা পডবে...তখন হিজাব পইডা কাজ হবে না...নতুন অনেক ভোটার আসতেছে... আরো একটা কথা, যত বেশি মুজিব পূজা করবা, তত বেশি দেশের মানুষ শেখ মুজিবের উপর অতিষ্ট হবে...শেখ মুজিবকে তার জায়গায় থাকতে দাও...দেশের মানুষ এমনিতেই তাকে শ্রদ্ধা করবে... তুমি দেশ সামলাও ... এইটা না পারলে কি হইতে পারে, ওইটা এরশাদ নানা এবং খালেদা বিবি'র কাছ থেকে জেনে আসো... বিঃদ্রঃ যেহেতু শেখ মুজিব আমাদের আব্বা, তাই তুমি আমাদের বুবু...তাই নিজের বুবু'রে আমি তুমি কইরা কইলাম...অসম্মান করতেছি না তোমারে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।