*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
এখনো আগের মত কুড়মুড় করে চিপস খেতে ভালোবাসি। ইন্টারে পড়ার সময় এমনো হয়েছে বাসায় কোন মেহমান আসলো অথচ চিপস নিয়ে আসলো না। সেটা নিয়ে মনে মনে খুব বিরক্ত হতাম। যে যাই আনুক চিপস না আনলে কেমন জানি লাগতো। এখনো বান্ধবী কণার মেয়ের জন্য চিপস কিনে ওদের বাসায় গেলে ২ টা কিনি।
একটা আমার আরেকটা বিভার(কণার মেয়ের) জন্য। কখনো কখনো ২টা চিপস আমার আর কণার পেটেই যায়। কণা আবার আমার চেয়ে এক ডিগ্রি এগিয়ে। ও আমার সাথে দেখা করতে আসলে চিপস,আইসক্রীম নিয়ে আসে আর বলে,"তুই না থাকলে এসব মনভরে খেতে ও পারি না"। এরপর ২ বান্ধবীতে গল্প করি আর খাই।
মাঝে আমার ছোটভাইটা কোথা থেকে জানি ৫ টাকা দামের অদ্ভূত স্বাদের এক চিপস খাওয়ালো। সেই চিপস আর কোথা ও পরে পেলাম না। এলাকার দোকানদাররা ছোটবেলা থেকে দেখেছে তারা এখনো এমন চিপসপ্রীতি দেখলে হাসে। Lays চিপসের এত দাম আমার এক আত্মীয় ইন্ডিয়া থেকে বড় প্যাকেটের Lays চিপস এনে দিয়েছিলো। সেটা আমি একলা একলা অনেকদিন সময় নিয়ে একটু একটু করে শেষ করেছি ........অবশ্য সব চিপস পেলেই যে খাই তাও নয়।
কোন কোন চিপস টেস্টি না হলে একবারেই ধরি নাই। যখন জব করতাম তখন Pringles,Lays কিনে খেতাম। এখন বেকার আর গরিবী হালে আছি তাই মেরিডিয়ান,পটেটো চিপসই ভালো লাগে ............
দুই প্যাকেট পটেটো চিপস আর চা খেয়ে পোস্টটা লিখছি আর ভবিষ্যতে বুড়িকালে যখন দাঁত থাকবেনা তখনো চা দিয়ে ভিজিয়ে চিপস খাবার অদম্য ইচ্ছা প্রকাশ করছি ........জয়তু চিপস...যতদিন বেঁচে থাকি ততদিন যেন আয়েস করি খেতে পারি.....
১.অনেক পছন্দের চিপস কিন্তু দাম বেশী
২.এটা সুলভমূল্যে পাই
৩.মেরিডিয়ান ও ভালো লাগে
৪.পটেটো সবসময় ভালো লাগেনা,না পাইলে খাই আর কি
....................................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।