যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।
১৯৭৫/২০১০.
বখতিয়ার শামীম। ২৮-০১-২০১০
চৌত্রিশ বছর পেরিয়ে গেছে ঘুমিয়ে থাকা
আজকে পেলাম নতুন একটি ভোর
আজকে আমি নতুন আলোর মাঝে
পাশ কেঁটে না বেরিয়ে ছিলাম কাজে।
ঘুমিয়ে আছে বঙ্গবন্ধু, কত বুদ্ধিজীবি
ঘুমিয়েছে আজ ঐ হিংস্র মানবগুলো
জয় হয়েছে ইতিহাসের
জয় হয়েছে চৌত্রিশ বছর পর।
আজ আমার পাশে ছিলো অনেক জন
কেউ আনন্দে করেছে রোদন
কেউবা মদের আড্ডা দিতে করেছে অফার
আনন্দে গাথা হাজারো বদন।
আমরা-তো চাই অন্যায়ের সাজা তরিৎ গতিতে
যার মাঝে নাই কোন যুক্তির অসংলগ্ন
হউক সেথা ভাই বেরাদার ক্ষতির ভাগি
দেরি হলেই এ-জাতি জানি মরবে লাজে।
কেন তবে এতদিনে হ’লো বিচার?
যে সরকারি আসুক সেটা করবে প্রচার....
পরিবর্তন চাই এই জাতির, আর এসব আইনের
যেখানে নাই কোন দ্বন্দের নিক লাইন।
চাইনা এসব ফাক ফোকরের আইন গলি
আইন সেটা এক হওয়া চাই সবাই বলি
আমার জন্যে, রাজার জন্যে, একই সাজা
যেখানে অন্যায় পাবেনা কভু চুটিয়ে মজা।
দেশ জাতি আজ কেমন দেখছো প্রথম সকাল?
পূর্বকাশে আলোর মিছিল করছে সচল?
আজকে আমি অনেক ভোরে উঠছি জেগে
নিরপেক্ষ সুরের মোহে সুখো যোগে।
অহিংস্য এ হিসাব নিয়ে দ্বন্দ ছিলো
মিমাংসাতে আজকে আবার রাত পোহালো
তারমধ্যে সে কাটিয়ে গেছে, তিন যুগের হিসাব
আর যেন না হয় এসব।
আমরা এখন নতুন দিনের নতুন ছেলে
উঠবো মোরা নতুন ভাবে শান্তি যোগে
আইন যত তৈরি আছে পথের লোকের
আজকে যেন সেই আইন যায় সবার তরে।
অন্যায়ীরা যত আছো হুশিযার
আমরা ছাড়বোনা কোন অন্যায়কার
কল্যাণ করের বিচারে আছে হবে সাজা
যেখানে আইন আছে নাই মাফ।
আমরা এখন নতুন সময়ের হিসাব নেব
আমরা এখন নতুন করে না নিরাশ হবো
আমাদের আকাশে এখন নতুন সূর্য্য
আলোকিত করবে এদেশ।
চৌত্রিশ বছর পেরিয়ে গেছে এই সময়ের আগে
চৌত্রিশ বছর পরে হঠাৎ আজ উঠেছে জেগে
এর মধ্যে পরেছে মাটি চাপা অনেক সত্য
এর মধ্যে দলিত হয়েছে অনেক পরিবার।
এভাবে-তো চাইনা আমরা বিচার
পরের গৌরবে না হারাই আর নীতি
মেনে চলি তাই এ জাতির নীতি-রিতি
আমরা চাই নতুন একটি ভোর
যেখানে থাকবে নতুন সূর্য্যাদ্বয়
যেখানে থাকবে সমান অধিকার
ঘুমিয়ে ছিলাম চৌত্রিশ বছর ধরে
আজ পেয়েছি নতুন একটি ভোর।
যেখানে ছিলনা কোন ক্ষুনের রক্ত
যে সূর্য্যের শোভা ছিলো মধুর
যে সূর্য্যের হাসি ছিলো স্মৃতি রাখার মতো
বাসনা না জাগুক কোন ঘোর।
আমরা আজ গাইবো নতুন গান
আমরা আজ বাটোয়ারা করবো প্রীতি
যার যেখানে ছিলো অতীত স্মৃতি
মূর্ছনা যাক নতুন এ দিনে।
আমাদের সাথি হবে আজকের সকাল
আমাদের সাথি হবে আজকের এই রাত
আধার পেরিয়ে আজ এসেছি মোরা আলোর পথে
অসম্ভব হয়ে কুপোকাত।
আমরা মিছিল করবো এক নতুন সভ্যতার
আমরা নাম লেখাবো নতুন ইতিহাসে পাতায়
আমাদের এই গান চলুক হাজার বছর
একই আত্তায় মিশে যাক সব প্রাণ।
ধ্বংস্য নয় আমাদের ইতিহাস হউক গড়ার
খবর হউক সি এন এন, বিবিসি,’ আল জার্জিরার
আমাদের সফলতায় গর্বিত হউক জাতি
আর চাইনা কোন সময়ের বিলুপ্তি।
চৌত্রিশ বছর পেরিয়ে গেছে ঘুমিয়ে কাটার
কালগুলো এঁকে এঁকে হয়েছে গত
কতকাল পর উঠেঠি জেগে এই নীতির সমাজে
পাশ কেঁটে না বেড়িয়ে ছিলাম কাজে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।