আমাদের কথা খুঁজে নিন

   

রেড - দা লিজেন্ড

মন বলে, আমির মাঝে স্রষ্টা, আমির মাঝেই মানুষ, আমিই যা তা। মনরে ভন রে মন!

ইহা একটি ফান পোস্ট । কেউ সিরিয়াসলি নিবেন না । আমরা যারা সামু কাঁপানো কবিতা লিখতে পারি না তারা মাঝে মাঝে ছড়া লিখে নিজেদের দুর্বলতা প্রকাশ করে থাকি । জীবীত বা অবিবাহিত কোন প্রকার ব্লগারের সাথে এই ছড়ার বিষয়বস্তুর মিল খুঁজিয়া পাইলে তা নিতান্তই কাকতাল ধরিতে হইবে । --------------------------------------------- ব্লগে ব্লগে ঘুরে লিখি , পাড়া থেকে পাড়া আমি লিখি, সবে পড়ে, 'থোড় বড়ি খাড়া' ছাদে-পাদে, হাতে-ভাতে মিলে ঝিলে গেলে আমি ভাবি রবি পরে, আমি কবি ছেলে নিক দিয়ে ছড়া লিখি , ব্লগে ব্লগে প্লাস ব্লগে পরিচিতি চাই, পেতে চাই ক্লাস নামে নামে , চামে চামে, বেড়ে যায় হিট আমি মনু, কি যে হনু! মাথা ঘুরে ফিট ! ধরা দেখে, সরা ডেকে, লিখে যাই টানা পেয়ে খ্যাতি, আমি ন্যাতি, বড় লাট নানা! রবি টবি , ছোট কবি, লিখিনি তো আমি রবিকেই দিলো তাই সুইড আকাদামী আরে ব্যাটা , কবিতার ওরা কিছু বোঝে ? আংরেজে ত্যাগে আর ফ্রেঞ্চ দিয়ে মোছে ! হু হু বাবা, জুতা খাবা, আমি যবে দেবো উড়ে যাবে তিন কোনা , উড়ে যাবে হেবো - ক্লাইভ দেয় জুতা মুছে , রাঁধে বোনাপার্ট বিলাতের রানী সোঁকে ক’টা দিনু ফার্ট! জিয়া গেছে , শেখ গেছে , কাঁদেনি রে কেউ আমি গেলে , মেয়ে –ছেলে , কাঁদে ভেউ ভেউ মোটা কাঁদে, সরু কাঁদে , আরো কাঁদে বেটে দুই দিন না বেরুলে, আমি টয়লেটে কেঁদে দিলে, পেদে দিলে , বি বি –সি- এন এন , ব্রেকিং নিউজ করে আমি কেন বেন? জল পড়ে, পাতা নড়ে, বয়ে যায় নদী মন বলে , কি করে তা? আমি না-ই যদি! আমি আছি , তাই আছো, না থাকিলে হোতে? ---------- ঝালা পালা হয়ে গেলো , “আমি আমি" কোঁতে। ----- ঃ আরে ব্যাটা , থাম এবার, তোর লেখা পড়ে একটিও শুঁয়োপোকা ওঠেনিকো নড়ে , ভাত আর হাত দিয়ে মিলানোটা শেষে ওরকম কতজন লেখে হেসে হেসে। ক্লাস ফাইভের ছেলে , সেও এমন কবি গরু –সরু, ছাগু –পাগু, লেখা তারও হবি। ছেলে যদি মেয়ে দেখে , গরু দেখে মোষে লিখে থাকে এরকম বয়সের দোষে , বন্ধুরা বলে, "ভালো", শত্রুরা, “খাসা” পিছে পিছে মুখ টিপে হাসি আর হাসা । কেউ কেউ, তা-ও , লিখতে না পারে মজা পেয়ে , 'প্রিয় কবি', উপাধিও ছাড়ে কত এলো , কত গেলো, তুমিও ফুরাবে হাসিয়েছো বলে দুটো প্রাণে ঠাঁই পাবে তাই নিয়ে এত ডাঁট দেখিয়ো না বাছা রাস্তায় ছাগু হাসে, পুকুরেতে মাছা রাতে দিনে লুল বিনে অপি , টিয়া, সুমি কাঁপিয়েছে এই ব্লগ, কাঁপিয়েছো তুমি ! শুনে ভয়ে বিস্ময়ে আকাশেতে চাই গোলাপি হাতির সারি দেখা যদি পাই বেগুনির রঙে রাঙা বান্দর ভোলা সর্দির জ্বরে ভোগা কোলা ব্যাং কোলা ভোর বেলা পশ্চিমে সূয্যির ডানা যৌবন খুঁজে ফেরে আরিলের নানা এমন-ও অসম্ভব , সম্ভব হলে তুমি বাপু গব্বর সিং আজ হোলে শাপ – তাপ, তুমি বাপ, পর্বতে মাঠে গাঞ্জার নৌকোটা বেঁধে রেখো ঘাটে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।