আমার ID Card এর মেয়াদ শেষ হইছে গত ৩১শে ডিসেম্বর।আমাকে নতুন ID Card দেয়া হবে সেকেন্ড ইয়ার এ উঠলে।আমি এখন থার্ড ইয়ার এ পড়ি।কিন্তু আমার ID Card দেয়া হচ্ছেনা।কারণ বিশ্ববিদ্যালয় এর কাগজে কলমে আমি নাকি এখনো সেকেন্ড ইয়ার এ উঠি নাই!!!!আমার কথা হচ্ছে তাহলে কবে আমি সেকেন্ড ইয়ার এ ভর্তি হব??????যদি সেকেন্ড ইয়ার এ ভর্তি হব থার্ড ইয়ার এ গিয়ে,তাহলে ফোর্থ ইয়ার এ ভর্তি হব কোন ইয়ার এ গিয়ে???চাকুরি করতে গিয়ে স্যার কে বলবো যে স্যার ছুটি দেন আমি গিয়ে ফোর্থ ইয়ার ভর্তি হয়ে আসি।
আর কতদিন চলবে এই শম্ভুক গতির কাজ।আমরা জানি যে বর্তমান চাকুরির বাজার কি প্রতিযোগিতা পূর্ণ।যে যার আগে ডুকবে, সেই বস্ হবে।সেখানে আমাদের যদি অতিরিক্ত দেড় দুই বছর যদি বিশ্ববিদ্যালয় তে কাটাতে হয় তো আমরা কি পিছেয়ে পরব না???এত কষ্ট করে ভর্তি যুদ্ধে উন্নীত হওয়ার পর এইসব ঝামেলার কারণে আমরা কী প্রাইভেট ভার্সিটি এর পিছনে পরে যাব???????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।