আমাদের কথা খুঁজে নিন

   

কাজ চলছে অফলাইনের...

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
অনেক কষ্টের পরে অফলাইন এখন ছাপাখানায়! লেখকদের জন্য এবং যারা বইটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য অনেক বড় একটা সু-খবর এটা। নয় কি! এক সময় মনে হয়েছিলো- শেষ পর্যন্ত হয়তো বইটি করতে পারবোনা। মনে হচ্ছিলো হেরে যাবো আমি। কিন্তু না, আমি হারিনি! বইটা শেষ পর্যন্ত হচ্ছেই। এখন পর্যন্ত ১৪ হাজার টাকা প্রকাশনীতে দেয়া হয়েছে।

বাকি ১৬ হাজার টাকার ১০ হাজার ( আজ পর্যন্ত) আমার কাছে। আর বাকি টাকাগুলো কালকের মধ্যেই পেয়ে যাব বলে আশা করছি। সব একত্র করে প্রকাশনীতে দিয়ে দেয়া হবে। এস বাসার ভাইয়া প্রস্তাব দিয়েছিলেন- বইয়ের এড কোনো পত্রিকাতে দিতে। সে ক্ষেত্রে খরচটা কেমন আমাকে জানতে বলেছিলেন তিনি।

আমি সমকালে আজ দেখলাম- প্রতি কলাম ইঞ্চি ১৫০০ টাকা করে (রঙ্গীন) আর ১২০০ টাকা করে (সাদা কালো)। এখন আমাদের লেখকদের মধ্যে কেউ কি এই হিসেবে কোনো বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করতে পারবেন? ব্যক্তিগত উদ্যোগেই এটি করতে হবে। কেউ থাকলে আওয়াজ দিয়েন... আর প্রচ্ছদটি কেমন লাগলো জানাবেন। এটি এঁকেছেন আমাদের- প্রিয় নির্ঝর নৈঃশব্দ। বই প্রকাশের তারিখটা এখনো ফিক্সড হয়নি।

তবে ১৪ তারিখের আগেই হবে- ইনশাল্লাহ। একটু দেরি হয়তো মনে হচ্ছে। কিন্তু আমার আসলে কিছুই করার নেই। কয়েকটি লেখা পেতে অনেক দেরি হয়েছিলো... আর তারিখ ফিক্সড হলে আমি এই ব্লগে জানিয়ে দিব। অবশ্যই অন্তত তিনদিন আগে জানাবো... আপডেট জানতে চোখ রাখবেন... আজ এ পর্যন্তই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।