আমাদের কথা খুঁজে নিন

   

বড় ধরনের নাশকতার শঙ্কা

শাহবাগ, বায়তুল মোকাররম মসজিদ, সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে আত্মঘাতী হামলার মতো নাশকতাও হতে পারে বলে বিভিন্ন বাহিনীকে বার্তা পাঠানো হয়েছে। এই বার্তার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতেও এসেছে। যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী আন্দোলনের মধ্যে নিরাপত্তা হুমকির খবরটি প্রকাশ হল। গোয়েন্দা সংস্থার পাঠানো বার্তায় বলা হয়েছে, “আমাদের সূত্রগুলো নিশ্চিত করেছে, রাষ্ট্রবিরোধী চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে তুলতে আত্মঘাতী হামলাসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। ” শাহবাগ, শহীদ মিনার, বায়তুল মোকাররম মসজিদ, জাতীয় প্রেসক্লাব, সচিবালয়ের সংলগ্ন এলাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এই হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই শঙ্কা থাকার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা এই শঙ্কার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এই শঙ্কা আসলে পুরো ফেব্রুয়ারি মাসজুড়েই থাকছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “বিভিন্ন সূত্রে পাওয়া খবর এবং যাদের ধরা হয়েছে, তাদের তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় ধরনের হামলার পরিকল্পনা হচ্ছে। ” দেশের বাইরে থেকেও একই আভাস পাওয়া গেছে বলে জানান তিনি। যুদ্ধাপরাধের বিচার বানচালে ষড়যন্ত্রের কথা সরকারের পক্ষ থেকে আগেই বলা হচ্ছিল।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে, যে দলটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আন্দোলন থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে। তিনদিন আগে জামায়াতের রাজশাহীর আমির আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়, তখন তার কাছে ২০টি বোমাও পাওয়া যায় বলে র‌্যাব জানিয়েছে। বুধবার রাতে চট্টগ্রামে বিস্ফোরকসহ পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়, যারা শহীদ মিনারে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি। বুধবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও বড় ধরনের নাশকতার পরিকল্পনার শঙ্কা প্রকাশ করেন। - বিডিনিউজ টোয়েন্টিফোর ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।