আমাদের কথা খুঁজে নিন

   

কেন শুধু আকাশ দেখতে চাও

অনুচ্ছেদ

কষ্ট পেলে আকাশ দেখ বুঝি তোমার নিজস্ব আকাশ, কেন শুধু আকাশ দেখতে চাও আরো কত কি দেখার আছে ওই মেয়েটিকে দেখ ওর বাবা ছিলনা তবু জন্মটা কোন রহস্যই নয় বড়ও হয়ে গেছে হুট করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দায় সে বয়ে যাচ্ছে খেটে দিনের পর দিন রাতের পর রাত কেননা খেতে হয় কিছু ভাত শেষ কবে ঘুরে ঘুরে আকাশ দেখেছে... তবু ওকে সাজতে হয় ঠোঁটের উপর রং লাগিয়ে চুল বাঁধতে হয় শরীর সাজাতে হয় দেখাতে হয়... তুমি শুধু আকাশ দেখতে চাও নিজস্ব আকাশ, তোমার মত করে জন্মালে এতদিনে সেও স্বপ্ন বুনত, নানাবিধ হয়ত থাকত একটা ভালবাসার মানুষও ... আজ তুমি জড়িয়ে গেছ, আইনসম্মত স্বাস্থ্যকর, এবং নিরাপদ শারীরিক সম্পর্কে, ওর কিন্তু বাসর হয় প্রতিদিন, একাধিকবার কতিপয় নষ্ট পুরুষ ওকে কামড়ে কামড়ে খায়... কষ্ট পাচ্ছ, আগুন বুঝি.. ওরও, বুকের মধ্যে একধরণের আগুন জ্বলে, আলাদা আগুন, বুঝালেও বুঝবেনা তুমি, ভীষণ কষ্ট পেলে আকাশে তাকাও, মেয়েটিও কি তাকাতে চায় তার নিজস্ব আকাশে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।