আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।
কলকাতার বিবেকানন্দ সেতু বা বালি ব্রীজের কিছু ছবি এখানে দিলাম ৷ এটি একটি পুরানো সেতু ৷ একসাথে রেল ও সড়কপথ দুই-ই রয়েছে ৷ কলকাতার দিকে দক্ষিনেশ্বর ও অপর পারে হাওড়া জেলার বালি'র মাঝে যোগসুত্র এই সেতু ৷ এর গা ঘেঁসে নতুন উঠেছে নিবেদিতা সেতু (ছবিতে নেই) ৷ তবুও নতুন সেতুর থেকে এর জনপ্রিয়তা এখনও প্রবল কারন নতুন সেতুতে টোল ট্যাক্স দিয়ে যাতায়াত করতে হয় এবং এটি বিনামুল্যে ৷
সেতুর নীচে থেকে তোলা ছবি
ঘাট একটু দুরে তাই সেতুর নীচেই চলছে স্নান পর্ব
সেতুর ওপর
দক্ষিনেশ্বর মন্দির ও ঘাট দেখা যায়
নদীর ওপারে হাওড়া শহরের বালি অঞ্চল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।