আমাদের কথা খুঁজে নিন

   

FM রেডিওঃ একটা জেনেরেশানকে নষ্ট করছে নাকি নষ্ট জেনেরেশনের প্রতিনিধিত্ব করছে?

পাঙ্ক পাঙ্ক পাঙ্ক পাঙ্কু আমি বলি পাঙ্কা

পোলাপানের বাল পাকতে দেরি হইলেও লাইন করতে দেরি নাই । একটা প্রেম করনই লাগব । নাইলে আর মানইজ্জত থাকেনা । আর ইজ্জত থাকবই বা কেম্নে ? সারাদিনের টিভি, ১০৮টা চ্যানেল থেকে শুরু কইরা রাস্তার বিলবোর্ডগুলা পর্যন্ত কয়া দিতাছে "প্রেম কর" "প্রেম কর" । খালি তাই না ..... কোন উপায়ে বালে ভাজ দিলে মাইয়ার আটেনশন পামু, কি মাখলে মাইয়ারা পোলাগো দিকে, পোলারা মাইয়াগো দিকে ঝাঁকে ঝাঁকে ঝাপায়া পড়বো, কি ঘষলে লিফটেই এক দান সেক্স হয়া যাইবো সবই শিখায় দিতাছে ।

বাল পাকনা পোলাপানের আর কি দোষ ? পোলামায়াডিও এহন তাই পুরাই বেদিশা । ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আর কয়দিন Single রাখা যায় । যা করতে কইবেন তাই করব। যদি কন এই টা খাইলে সালমান খানের লাহান ফোরপ্যাক হইবো সেইটাই খাইব, যদি কন এই অপারেটরে মোবাইলে কড়া কড়া আইটেমগো লগে আড্ডা দেয়ন যায় সেই সিমই কিনব, যদি কন রাইতে গু মাইখা ঘুমাইলে সকালে স্কীন ক্যাট্রিনার মত হইব তাইকে তাই করব । যাই হোক কথা ঐটা না ।

চামে এই বেদিশা পোলামাইয়াডির মাথা খাইতাছে দেশের FM রেডিও গুলা । নির্ভেজাল কতগুলা হিজরা মাইক্রোফোন হাতে এই সব বীচি কান্ধে উঠা পোলাপানের গিয়ার বাড়ায় দিতাছে । এর একটা বিহিত করন দরকার । মাঝে মাঝে ইচ্ছা করে ফোন কইরা রেডিওর হিজরা গুলারে ঠাডায়া চটকানা দেই । আফসোস ....... সিস্টেম এহনও বাইর হয়নাই ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।