আমাদের কথা খুঁজে নিন

   

তোর আর আমার এই শহরে



এই শহরে যত্ত গুলো বাড়ী আছে, যত্তকটা রাস্তা আছে, সবচে' প্রিয় আমার কাছে কোন বাড়ীটা -জানিস কি তুই??? যে বাড়ীটায় আমার প্রিয় তুইটা থাকিস, যে পথ দিয়ে, আমার প্রিয় তুইটা চলিস। সে বাড়ীটাই সবচে' প্রিয় আমার কাছে। কত্তটা বার ঢের ভেবেছি, আর যাবোনা ওপথ দিয়ে কত্তটাবার ফের ভেবেছি আর চা'বোনা ওবাড়ীর দিকে। তবুও আমি বারংবারি ইচ্ছাকৃত ভুলটা করি। গোলোকধাঁধার মতন, তোরঐ পথের ফাঁদে ঘুরেই মরি। আচ্ছা কি তুই একটা কথা বলতে পারিস? হয়না কেনো আরেকটাবার, ক্ষনিক দেখা তোরি সাথে? সবটা সময় শঙ্কে থাকি, এই বুঝিবা পেলাম দেখা তোরি দেখা পথের ধারে, গলির মুখে অথবা কোন, হয়তো কোনো দোকান ঘরে । একি শহর, এইটুকু দূর তবুও হঠাৎ হয়না দেখা- আচ্ছা, কেনো বলতে পারিস? জবাব, আমার আছেই জানা, নিখোঁজ তাদের খোঁজ পাওয়া যায়- কিন্তু যারা ইচ্ছে করে হারিয়ে থাকে- তাদের দেখা যায়না পাওয়া আর কখনও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।