এখন যদি ঝড় আসে
আসুক
যদি মহামারি দেখা দেয়
বন্যা-খরা যদি প্রলয় তুলে
তুলুক
আমি আজ প্রস্তুত
ভেতরে-বাহিরে।
আমি জানি, আমার তন্দ্রার দিন শেষ হয়ে এসেছে
বেলা বাড়ার আগেই
এখন আমাকে সতর্ক বেড়ালের মতো পাহারা দিতে হয় বর্গিদের ভয়ে
ছেলেভোলানো পুরনো দিনের গান শুনিয়ে
কেউ যদি নিয়ে যায়
আমার সাজানো বাগান, ফুলেল শয্যা।
আমি তো এখন চল্লিশ থেকে বিয়াল্লিশ ঘণ্টা জেগে থাকি, আর
ট্রিগারে আঙ্গুল চাপি ক্রমাগত-
শত্রুর পদধ্বনির আগেই।
আজ আমি প্রস্তুত
ভেতরে-বাহিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।